ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফুটবলে ভালো করতে লিগ বদলাতে বললেন ডে

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ২৩ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফুটবলে ভালো করতে লিগ বদলাতে বললেন ডে

বুরুন্ডির বিপক্ষে বাংলাদেশ মন্দ খেলেছে তেমন কিন্তু নয়। ১০টির মতো গোলের সুযোগ পেয়েছিল জেমি ডে’র শিষ্যরা। তার একটি থেকেও জালের নাগাল পায়নি। বুরুন্ডি ৫টি সুযোগ পেযে তার তিনটিতেই গোল আদায় করে নিয়েছে।

দিন শেষে পরাজিত দলের নাম বাংলাদেশ। এতোগুলো সুযোগ পেয়ে, বলের দখল বেশি রেখেও যদি হারতে হয় তাহলে হতাশ না হয়ে উপায় থাকে না। বাংলাদেশের ইংলিশ কোচ জেমি ডে’ও হতাশ। ম্যাচ শেষে হতাশার পাশাপাশি বাংলাদেশের ফুটবলের ভাগ্য বদলাতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। জানিয়েছেন বাংলাদেশের ফুটবল লিগের গঠনতন্ত্র বদলানোর আহব্বান।

জেমি ডে বলেছেন, ‘খুবই হতাশ। আমরা ভালো খেলেছি। অনেকগুলো সুযোগ পেয়েছি। বুরুন্ডির চেয়ে বেশি গোলের সুযোগ তৈরি করেছি। কমপক্ষে চারটি গোল হতে পারত। কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা একটি গোলও করতে পারিনি। যখন সুযোগ আসে সেগুলো কাজে লাগাতে হয়। আমরা পারিনি। তাইতো স্কোর বুরন্ডি ৩, বাংলাদেশ নীল। ৪০ মিনিট পর্যন্ত আমরা খুবই ভালো ফুটবল খেলেছি। তবে ৪৮ মিনিটে সোহেল গোল করতে পারলে পরিস্থিত হয়তো বদলে যেতে পারত।’

ম্যাচের শুরুতেই আগের ম্যাচে জোড়া গোল করা মতিন মিয়া মাঠ ছাড়েন ইনজুরিতে পড়ে। সেটা কী কোনো প্রভাব ফেলেছে বাংলাদেশের পারফরম্যান্সে? জেমি ডে বলেছেন, ‘মতিন আগের ম্যাচে দুই গোল করেছিল। তার আত্মবিশ্বাস ছিল অনেক। দুর্ভাগ্য আমাদের, শুরুতেই তাকে হারাতে হয়েছে। তবে এই টুর্নামেন্টে আমরা অনেকেই পাইনি। তারপরও খারাপ খেলিনি।’

বঙ্গবন্ধু গোল্ডকাপ থেকে বাংলাদেশের অর্জন কী? ডে’র চোখে, ‘ভালো খেলেছি আমরা। ফিলিস্তিনের বিপক্ষে, শ্রীলঙ্কার বিপক্ষে। আজ বুরুন্ডির বিপক্ষে। আমরা এই টুর্নামেন্টে জীবনকে পাইনি, বাদশাকে পাইনি। ইয়াসিন ইনজুরিতে পড়েছে। তপু বর্মন লাল কার্ডে নিষিদ্ধ হয়েছে। তারপরও আমরা ভালো খেলেছি।’

বুরুন্ডির বিপক্ষে এতো এতো সুযোগ পেয়েও গোল করতে না পারটা পীড়া দিচ্ছে সকলকে। বাংলাদেশের এই অবস্থা থেতে উত্তরণের পথ বাতলে দিয়ে জেমি ডে বলেছেন, ‘বাংলাদেশের লিগের গঠন বদলাতে হবে। বেশি বিদেশিদের খেলানো যাবে না। ম্যাচে দুইজন বিদেশি, বাকিরা বাংলাদেশের থাকবে। ফরোয়ার্ড লাইনে বেশি বেশি দেশি খেলোয়াড় রাখতে হবে। বাংলাদেশের লিগ পুনর্গঠন করতে হবে।’


ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়