ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৫, ২৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশের সম্ভাব্য একাদশ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ মাঠে নামবে বাংলাদেশ। বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি।

সদ্য সমাপ্ত বিপিএলে খেলেছে বাংলাদেশের সব খেলোয়াড়রাই। বঙ্গবন্ধু বিপিএলে যারা বল ও ব্যাট হাতে ভালো করেছেন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে পাকিস্তানে। টি-টোয়েন্টি খেলার তরতাজা অভিজ্ঞতা নিয়ে পাকিস্তানের মুখোমুখি হতে যাওয়া বাংলাদেশ সাত ব্যাটসম্যান ও চার বোলার নিয়ে খেলবে। মুশফিকুর রহিম বিপিএলে দুর্দান্ত খেললেও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে যাননি পাকিস্তানে।

পাকিস্তানের বিপক্ষে অবশ্য ফিরেছেন তামিম ইকবাল। তিনি ইনিংসের গোড়াপত্তন করবেন। তার পরে থাকবেন নাঈম শেখ, লিটন কুমার, আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন ও মাহমুদউল্লাহ রিয়াদ। পেস বোলিংয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন মুস্তাফিজুর রহমান। তার সঙ্গে থাকবেন শফিউল ইসলাম ও রুবেল হোসেন। স্পিন বোলিংয়ে থাকবেন আমিনুল ইসলাম বিপ্লব। তার সঙ্গে হাত ঘুরাবেন আফিফ হোসেন ধ্রুব ও মাহমুদউল্লাহ রিয়াদ।

তার আগে চলুন দেখে নেওয়া যাক কেমন হবে বাংলাদেশের একাদশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাঈম শেখ, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়