ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ওয়ানডের ১০ বছর পর টি-টোয়েন্টি অভিষেক!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৩, ২৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ানডের ১০ বছর পর টি-টোয়েন্টি অভিষেক!

হামিশ বেনেট। নিউজিল্যান্ডের অলরাউন্ডার। ২০১০ সালে তার ওয়ানডে অভিষেক হয়। একই বছর হয় টেস্ট অভিষেক। তার দশ বছর পর আজ শুক্রবার ভারতের বিপক্ষে হয়েছে তার টি-টোয়েন্টি অভিষেক।

অবশ্য নিউজিল্যান্ডের হয়ে একটির বেশি টেস্ট খেলা হয়নি তার। ওই টেস্টে ব্যাট হাতে ৪ রান করেছিলেন। বল হাতে ১৫ ওভার বল করে কোনো উইকেট পাননি। এরপর আর টেস্ট দলে ডান পাননি তিনি।

ওয়ানডে অবশ্য টেস্টের চেয়ে বেশি খেলেছেন, ১৬টি। ৭ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে রান করেছেন ৪১১টি। সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ অপরাজিত ৩০। ১৬ ওয়ানডেতে বল হাতে নিয়েছেন ২৭ উইকেট। সেরা বোলিং ফিগার ১৬ রানের বিনিময়ে ৪ উইকেট। ২০১৭ সালের পর আর ওয়ানডে দলে সুযোগ পাননি তিনি।


ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়