ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

হালান্দের কীর্তির দিনে ডর্টমুন্ডের জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪০, ২৫ জানুয়ারি ২০২০   আপডেট: ১৭:৪২, ৬ অক্টোবর ২০২০
হালান্দের কীর্তির দিনে ডর্টমুন্ডের জয়

বুন্দেসলিগা অভিষেকে মাঠে নেমে ২৩ মিনিটের মধ্যে করেছেন হ্যাটট্রিক। দ্বিতীয় ম্যাচেও বদলি হয়ে নেমে পেয়েছেন জোড়া গোল। এর মাধ্যমে অনন্য এক কীর্তি গড়লেন বরুশিয়া ডর্টমুন্ডের নরওয়েজিয়ান স্ট্রাইকার এরলিং ব্রট হালান্দ।

বুন্দেসলিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে প্রথম দুই ম্যাচে পাঁচ গোল করার কীর্তি গড়লেন ১৯ বছর বয়সী হালান্দ। তাও মাত্র ১ ঘন্টার মধ্যে। প্রথম ম্যাচে ৩৪ মিনিট খেলা হালান্দ দ্বিতীয় ম্যাচে খেলেছেন ২৫ মিনিট। হালান্দের জোড়া গোলে এফসি কনকে ৫-১ গোলে হারিয়েছে ডর্টমুন্ড। দলের পক্ষে ১টি করে গোল করেন রাফায়েল গুরেইরা, অধিনায়ক মার্কো রিউস ও জ্যাডন সানচো। প্রতিপক্ষ কনের পক্ষে সান্ত্বনাসূচক গোলটি করেন মার্ক উথ।

চলতি মৌসুমের অর্ধেকভাগে রেড বুল সার্লজবুর্গের হয়ে ২২ ম্যাচে ২৮ গোল করেন হালান্দ। প্রতি ৪৬ মিনিটে ১ গোল করে। আর ডর্টমুন্ডের জার্সিতে ২ ম্যাচে ৫টা। অর্থাৎ প্রতি ১২ মিনিটে এক গোল। এ ধারা অব্যাহত থাকলে আর পুরো সিজনে শুরুর একাদশ থেকে খেললে হালান্দের গোলসংখ্যা দাঁড়াবে ১১৭তে।

হালান্দকে নিয়ে ডর্টমুন্ড অধিনায়ক রিউস বলেন, ‘দুই ম্যাচে পাঁচ গোল! অসাধারণ।’ দুর্দান্ত ফর্মে থাকা হালান্দকে প্রথম দুই ম্যাচে বদলি হিসেবে মাঠে নামানো হয়েছে। তবে কি ইউনিয়ন বার্লিনের বিপক্ষে পরবর্তী ম্যাচে শুরুর একাদশে দেখা যাবে এ টিনেজ সেনসেশনেকে? তবে কোচ লুসিয়ান ফ্যাভর উড়িয়ে দিয়েছেন সে সম্ভাবনা, ‘সে ইনজুরিতে থাকায় ডিসেম্বরে যথেষ্ট ট্রেনিং করতে পারেনি। আমরা তার বিষয়ে সাবধানে এগুতে চাই। তাকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে। সে এখনো শুরুর একাদশে খেলবে না।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়