ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আর্থিক জরিমানার মুখে ম্যানচেস্টার ইউনাইটেড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৫, ২৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আর্থিক জরিমানার মুখে ম্যানচেস্টার ইউনাইটেড

খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় ম্যানচেস্টার ইউনাইটেডকে আর্থিক জরিমানা করা হয়েছে। ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ম্যানইউর ক্লাব কর্তৃপক্ষকে বিশ হাজার ইউরো অর্থদন্ড দিয়েছে।

প্রিমিয়ার লিগের ম্যাচে ১৯ জানুয়ারি লিভারপুলের বিপক্ষে ম্যানইউয়ের খেলোয়াড়েরা রেফারির সঙ্গে তর্কে জড়ান। ম্যাচের ২৬ মিনিটে লিভারপুলের ভার্জিল ভ্যান ডাইক ম্যান ইউয়ের ডেভিড ডি গিয়াকে ফাউল করলে খালি জায়গায় বল পান রবার্তো ফিরমিনো। এ ব্রাজিলিয়ান বল জালে জড়ালে গোলের বাঁশি বাজান রেফারি ক্রেইগ পোওসন। তখন ম্যানচেস্টারের খেলোয়াড়েরা রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে যান। রেফারি পরে ভিএআর দেখে সিদ্ধান্তে পরিবর্তন করেন। তখন ম্যানইউয়ের গোলরক্ষক ডি গিয়াকে হলুদ কার্ড দেখান রেফারি।

তবে খেলোয়াড়দের এমন আচরণের জন্য জরিমানা ‍গুণবে ক্লাব। এফএ এক বিবৃতিতে বলে, ‘ক্লাব খেলোয়াড়দের আচরণ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। লিভারপুলের বিপক্ষে ম্যাচের ২৬ মিনিটে আমরা তা দেখতে পাই। এফএর ২০তম ধারা ভাঙ্গায় তাদের ২০ হাজার ইউরো জরিমানা দেয়া হচ্ছে।’

এ নিয়ে কোনো কথা বল রাজি হয়নি দলটির কোচ ওলে গানার সুলশার। তিনি বলেন, ‘আমি এ নিয়ে কিছু না বলাই ভালো। শেষ পর্যন্ত গোলটি বাতিল হয়েছে। আর আমি তখন রাগান্বিত প্রতিক্রিয়া দেখিয়েছি। কারণ, সেটি নিশ্চিত ফাউল ছিল।’



ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়