ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বঙ্গবন্ধু গোল্ডকাপে কে কোন পুরস্কার পেল?

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ২৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বঙ্গবন্ধু গোল্ডকাপে কে কোন পুরস্কার পেল?

ফিলিস্তিনের শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার ফাইনালে মধ্য আফ্রিকার দেশ বুরুন্ডিকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নিয়েছে ফিলিস্তিন। রানার্সআপ হয়েছে বুরুন্ডি।

চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ফেয়ার-প্লে ট্রফিও জিতেছে পশ্চিম এশিয়ার যুদ্ধ বিধ্বস্ত দেশ ফিলিস্তিন।

চলুন দেখে নেওয়া যাক টুর্নামেন্টে কে কোন পুরস্কার পেল:

চ্যাম্পিয়ন: ফিলিস্তিন (ট্রফি, মেডেল ও ২৫ লাখ ৪৬ হাজার টাকা)

রানার্সআপ: বুরুন্ডি (ট্রফি, মেডেল ও ১৬ লাখ ৯৭ হাজার ৩৩৮ টাকা)

ফেয়ার-প্লে ট্রফি: ফিলিস্তিন

সর্বোচ্চ গোলদাতা (গোল্ডেন বুট): ৭ গোল, শিমিরিমানা জসপিন (বুরুন্ডি)

টুর্নামেন্ট সেরা (গোন্ডেন বল): শিমিরিমানা জসপিন (বুরুন্ডি)

সেরা গোলরক্ষক (গোল্ডেন গ্লাভস): তৌফিক আবু হামাদ (ফিলিস্তিন)

ফাইনাল সেরা: সামেহ্ মারাবা (ফিলিস্তিন)।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কার তুলে দেন। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাহউদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

ঢাকা/আমিনুল/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়