ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সাকিব-শিশিরের জন্য রান্না করে পাঠালেন প্রধানমন্ত্রী

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ২৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাকিব-শিশিরের জন্য রান্না করে পাঠালেন প্রধানমন্ত্রী

ক্রিকেট-অন্তঃপ্রাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ক্রিকেটারদের সখ্যতার কথা নতুন নয়। এর বাইরে নয় ক্রিকেটারদের পরিবারও। এবার সেটারই আরেকটি নজির দেখা গেল।

শনিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান সাকিব আল হাসান ও তার পরিবার। সেখানে তাদের আতিথেয়তায় মুগ্ধ করেন প্রধানমন্ত্রী। পরদিন আবার প্রধানমন্ত্রী নিজ হাতে রান্না করে পাঠান এই দম্পতির জন্য। সে অনুভূতি রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির।

তিনটি ছবি পোস্ট করে শিশির লিখেছেন, ‘যখন আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যস্তসূচি থেকে সময় বের করে আমার জন্য রান্না করেন, তখন এর চেয়ে বেশি ধন্য হওয়া সম্ভব নয়। গতকাল দুপুরে তার বাসায় গেলে তিনি আমায় জিজ্ঞেস করেন, আমার প্রিয় খাবার কী কী? আর তিনি বলেন, তিনি নিজ হাতে সব রান্না করে আমার জন্য পাঠিয়ে দেবেন। আসলে তখন নিজের আর কোনো ইচ্ছা পূরণের বাকি থাকে না। আমি যেন এখন চাঁদের ওপর ভাসছি। আমার জীবনের সেরা লাঞ্চ ছিল এটি। উনার এত যত্ন আর ভালোবাসাপূর্ণ আতিথেয়তার জন্য আমি উনাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারব না।’

শিশিরের পর সাকিবও এ নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন। বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টারবয়’ তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ। আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আতিথেয়তায় আমি ভাষা হারিয়ে ফেলেছি। গতকাল আমরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করি। সেখানে তিনি আমার স্ত্রীর কাছে তার প্রিয় খাবার সম্বন্ধে জানতে চান। আর আজ সকালে তিনি নিজে রান্না করে আমার বাসায় সে খাবার পাঠিয়ে দেন। ধন্যবাদ দিয়ে তার এ আতিথেয়তা শেষ করা যাবে না। তার এ অসাধারণ মমতা বাকি জীবনের জন্য আমার হৃদয়ে জায়গা করে নিল। আমরা সত্যিই ধন্য।’



ঢাকা/কামরুল/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়