ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিদায়ী ম্যাচে জরিমানা গুনলেন ফিল্যান্ডার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৫, ২৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিদায়ী ম্যাচে জরিমানা গুনলেন ফিল্যান্ডার

প্রতিপক্ষ ব্যাটসম্যানকে আউট করার পর অনুপযুক্ত ভাষা ব্যবহারের জন্য ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে ভারনন ফিল্যান্ডারকে। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার।

চলমান জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিন ইংল্যান্ডের ইনিংসের ৮৫তম ওভারের ঘটনা এটি। ইংলিশ ব্যাটসম্যান জস বাটলারকে আউট করার পর তাকে উদ্দেশ্য করে অনুপযুক্ত ভাষা ব্যবহার করেন ফিল্যান্ডার।

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ফিল্যান্ডারকে লেভেল ওয়ান অপরাধে দোষী সাব্যস্ত করেছেন। নিজের দোষ স্বীকার করে শাস্তি মেনে নেন ফিল্যান্ডার। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এই টেস্ট শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা আগেই দিয়েছেন ফিল্যান্ডার। বিদায়ী টেস্টের স্মৃতিটা সুখকর হলো না তার জন্য। ওদিকে তার দলও আছে হারের শঙ্কায়।


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়