ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মিরপুরে চলছে বিসিএলের ড্রাফট

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০১, ২৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিরপুরে চলছে বিসিএলের ড্রাফট

মিরপুরে চলছে বিসিএলের প্লেয়ার্স ড্রাফট। খেলোয়াড় বেছে নিচ্ছে চার দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে সোমবার ড্রাফটের উদ্বোধন করেন বিসিবি পরিচালক ও টুর্নামেন্ট কমিটির প্রধান গাজী গোলাম মুর্তজা।

ড্রাফট অনুষ্ঠানে ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে দলটির প্রধান সমন্বয়ক ও ওয়ালটন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম, অ্যাডিশনাল ডিরেক্টর মিলটন আহমেদ, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জনি সোম ও সাজ্জাদ হোসেন, কোচ জাফরুল এহসান, ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল উপস্থিত আছেন।

প্রথম শ্রেণির ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক আসর বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) অষ্টম আসর শুরু হবে ৩১ জানুয়ারি। দুই ফ্র্যাঞ্চাইজি এবং বিসিবির দুই দল নিয়ে এবার হবে বিসিএল। দুই ফ্র্যাঞ্চাইজি দল ওয়ালটন সেন্ট্রাল জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন। বিসিবি নিজেদের খরচে চালাবে সাউথ জোন ও নর্থ জোন দল।

ডাবল লিগের পরিবর্তে এবারের বিসিএল হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। ফাইনালের আগে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই খেলবে ফাইনাল। ফাইনাল গোলাপি বলে খেলার প্রস্তাবও দেওয়া হয়েছে।

 

ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়