ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নিউজিল্যান্ডকে ১৮০ রানের টার্গেট দিল ভারত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ২৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিউজিল্যান্ডকে ১৮০ রানের টার্গেট দিল ভারত

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড-ভারত। হ্যামিল্টনে টস হেরে ভারত প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করেছে। জিততে নিউজিল্যান্ডকে করতে হবে ১৮০ রান।

ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও লোকেশ রাহুল উদ্বোধনী জুটিতে ৯ ওভারে ৮৯ রান সংগ্রহ করেন। এই রানে ফিরে যান রাহুল। ১৯ বলে ২ চার ও ১ ছক্কায় ২৭ রান করে ফেরেন তিনি। ৯৪ রানের মাথায় আউট হন রোহিতও। তিনি ৪০ বল খেলে ৬ চার ও ৩ ছক্কায় করে যান ৬৫ রান।

শিবাম দুবেও বেশিক্ষণ টিকতে পারেননি। ৯৬ রানের মাথায় ব্যক্তিগত ৩ রানে ফেরেন তিনি। সেখান থেকে শ্রেয়াস আয়ার ও বিরাট কোহলি মিলে দলীয় সংগ্রহকে নিয়ে যান ১৪২ পর্যন্ত। এই রানে আউট হন শ্রেয়াস। ১৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

১৬০ রানের মাথায় অধিনায়ক কোহলি আউট হন। তিনি ২৭ বল খেলে ২ চার ও ১ ছক্কায় ৩৮ রান করে যান। এরপর মানিষ পান্ডে (১৪) ও রবীন্দ্র জাদেজা (১০) মিলে দলীয় সংগ্রহকে ১৭৯ পর্যন্ত নিয়ে মাঠ ছাড়েন।

বল হাতে নিউজিল্যান্ডের হামিশ বেনেট ৩টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন মিচেল স্যান্টনার ও কলিন ডি গ্র্যান্ডহোম।

প্রথম দুটি ম্যাচের দুটিই জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। আজ জিতলে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করবে সফরকারীরা।

 

ঢাকা/আমিনুল 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়