ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ফুটবলের কিংবদন্তি পেলের এ কি অবস্থা!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২১, ১১ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফুটবলের কিংবদন্তি পেলের এ কি অবস্থা!

এডসন আরান্তে ডু নাসিমেন্তো, এ নাম দেখে চোখ কচলাবে যে কোনো ফুটবল সমর্থক। তবে যদি বলা হয় তিনি আর কেউ নন স্বয়ং ফুটবল কিংবদন্তি ব্রাজিলিয়ান পেলে তাহলে চিনতে ভুল করবে না কেউই। তিনবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন, সর্বোচ্চ গোলের মালিক পুরো বিশ্বে এক নামে কাঁপিয়েছেন। তবে ভালো নেই এ ব্রাজিলিয়ান কিংবদন্তি। অবস্থা এমন দাঁড়িয়েছে ঘর থেকে বেরুতেও বিব্রত বোধ করেন বিশ্বের সেরা এ ফুটবলার।

১৫ বছর বয়সে ফুটবল বিশ্বে আগমন পেলে। জিতেছেন সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপের শিরোপা। ২১ বছরের ক্যারিয়ারে করেছেন ১২৮১ গোল। ব্রাজিলের জার্সিতেও আছে ৭৭ গোল। নিজেকে নিয়ে গেছেন ফুটবলে রাজাধিরাজ অবস্থানে। সে পেলে এখন অসুস্থতাকে সঙ্গী করে জীবন পার করছেন।

এ বিষয়ে পেলের ছেলে এডিনহো বলেন, ‘চিন্তা করুন, তিনি এখনো রাজার অবস্থানে আছেন। তিনি সবসময় চিত্তাকর্ষক এক চরিত্র ছিলেন। অথচ তিনি এখন ঠিকমতো হাঁটতেও পারেন না।’

২০১৫ সালে নিতম্বে সার্জারি করা হয় এ কিংবদন্তির। গতবছর মূত্রথলিতে ইনফেকশনের জন্য হাসপাতালে ভর্তি করাতে হয়। এখনো নিতম্বের সমস্যার কারণে ফ্রেম দিয়ে হাঁটতে হয়। কারো সহায়তা ছাড়া চলতে পারেন না। তাই ঘরের বাইরে বেরুতে এখন বিব্রত বোধ করেন পেলে জানিয়ে এডিনহো বলেন, ‘তিনি খুব লাজুক হয়ে গেছেন। তিনি বাইরে বেরুতে বিব্রত বোধ করেন। তিনি কিছু দেখতে, কোনো কাজে, এমনকি হাসপাতালে যেতেও ইতস্তত বোধ করেন। আসলে তার অপারেশনের পর পুনর্বাসনের জন্য সঠিক কোনো উপায় ছিল না। এটি তাকে শারীরিকভাবে ভঙ্গুর করে ফেলেছে। তবে এরফলে তিনি হতাশায় বেশি ভুগছেন।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়