ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

চ্যাম্পিয়ন্স লিগে দু’বছর নির্বাসিত ম্যানচেষ্টার সিটি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪০, ১৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চ্যাম্পিয়ন্স লিগে দু’বছর নির্বাসিত ম্যানচেষ্টার সিটি

বড়সড় ধাক্কা খেল ইংলিশ লিগের হট ফেভারিট দল ম্যানচেষ্টার সিটি।

‘আর্থিক দুর্নীতির’ অভিযোগে ইংলিশ লিগের ক্লাবটিকে চ্যাম্পিয়ন্স লিগে দু’বছর নির্বাসিত করেছে উয়েফা। ক্লাব লাইসেন্সিং ও ফাইনান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপি) বা আর্থিক স্বচ্ছতার নিয়ম লঙ্ঘন করায় ২০২০-২১ ও ২০২১-২২ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে না ম্যানসিটি।

শুক্রবার এক বিবৃতিতে এই নির্দেশ দিয়েছে ইউরোপের ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফা। নিষেধাজ্ঞার পাশাপাশি ম্যানসিটিকে ৩০ মিলিয়ন ইউরো জরিমানা করেছে উয়েফা। নিষেধাজ্ঞা তুলে নিতে সুইজারল্যান্ডের কোর্ট অব আরবিট্রেশন স্পোর্টসে আবেদন করবে ম্যানসিটি।  এক বিবৃতিতে ইংলিশ লিগের অন্যতম সফলতম ক্লাবটি জানিয়েছেন,‘আমরা উফেয়ার সিদ্ধান্তে হতাশ তবে অবাক নই।’

এদিকে উয়েফার দাবি, ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত, এ চার বছরে স্পন্সরদের কাছ থেকে প্রাপ্ত অর্থের ব্যাপারে ম্যানসিটি সঠিক তথ্য দেয়নি। পাশাপাশি লভ্যাংশ নিয়ে ভুল দেওয়া হয়েছে। তদন্তেও সহযোগিতা করেনি সিটি। তাইতো উয়েফা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে এখনও টিকে আছে গার্দিওলার শিষ্যরা। শেষ আটের লড়াইয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি ম্যানসিটি খেলবে রিয়াল মাদ্রিদের মাঠে।


ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়