ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এবার শান্তর ডাবল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৮, ১৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার শান্তর ডাবল

ছবি : মিলটন আহমেদ

এবার আর আফসোস নয়।

এবার ডাবল পূরণ করলেন নাজমুল হোসেন শান্ত।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেলেন ওয়ালটন সেন্ট্রাল জোনের ব্যাটসম্যান। আগের দিন পেয়েছিলেন সেঞ্চুরি। আজ সেঞ্চুরিকে রূপ দিয়েছেন ডাবলে ।

১২২ রানে দ্বিতীয় দিন শেষ করেছিলেন শান্ত। ব্যাটিং দ্যুতি ছড়িয়ে আজ প্রথম সেশনে তুলে নেন আরও ৬৯ রান। এ সময়ে দুই ব্যাটসম্যান সাজঘরে ফিরলেও শান্ত ছিলেন অবিচল। ওয়ালটনকে প্রায় একাই টেনেছেন বাঁহাতি ব্যাটসম্যান।

১৯১ রান নিয়ে গিয়েছিলেন মধ্যাহ্ন বিরতিতে। সেখান থেকে ফিরে মেহেদী হাসানকে উড়ান ছক্কা। এক ওভার পর ডানহাতি অফস্পিনারকে আরেকটি ছক্কায় উড়িয়ে শান্ত পৌঁছে যান মাইলফলকে। ২৯১ বলে ২৩ চার ও ৩ ছক্কায় বাঁহাতি ব্যাটসম্যান ডাবলের স্বাদ পান।

এর আগে ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের ২০১৭-১৮ মৌসুমে ১৯৪ রান করেছিলেন শান্ত। ঢাকা মেট্রোর বিপক্ষে রাজশাহীর এ ব্যাটসম্যানের সেটাই ছিল ক্যারিয়ার সেরা ইনিংস।

 

ঢাকা/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়