ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নিজের রেকর্ড ভাঙার পথে মেসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ১৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিজের রেকর্ড ভাঙার পথে মেসি

লা লিগার রেকর্ড আর লিওনেল মেসি যেনো ওতপ্রোতভাবে জড়িত। বার্সেলোনার জার্সি গায়ে জড়ানোর পর থেকে সম্ভব সব রেকর্ড নিজের করে নিয়েছেন এ খুদে জাদুকর। এরপরে নিজের গড়া রেকর্ড নিজেই ঘষেমেজে করেছেন আরো সমৃদ্ধ। নিজের গড়া আরেকটি রেকর্ড ভাঙ্গার পথে আছেন এ বার্সেলোনা অধিনায়ক।

লা লিগায় সাবেক সতীর্থ জাভি হার্নান্দেজের সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড ভেঙ্গে আরো আগে নিজের করে নিয়েছেন মেসি। লা লিগায় বর্তমানে সর্বোচ্চ ১৬৯ গোলে সরাসরি অবদান তার। এরমধ্যে দুই সিজনে রেকর্ড ১৮টি করে অবদান তার।

২০১০-১১ ও ২০১৪-১৫ মৌসুমে নিজে পঞ্চাশের অধিক গোল করার পাশাপাশি রেকর্ড ১৮টি গোলে অ্যাসিস্ট করেন এ তারকা ফুটবলার। চলতি মৌসুমে ইতিমধ্যে ১২টি গোলে অবদান রেখেছেন। আর মাত্র ৭টি গোলে অ্যাসিস্ট করলে নিজের গড়া রেকর্ডে আবার ঘষামাজা করে নতুন উচ্চতায় নিয়ে যাবেন তিনি। আর তার জন্য ১৪ ম্যাচ হাতে আছে মেসির। চলতি মৌসুমে এখন পর্যন্ত লা লিগার সর্বোচ্চ অ্যাসিস্টও তার। দ্বিতীয় সর্বোচ্চ ৭টি আছে লুইস সুয়ারেজ, পোর্তু ও রড্রিগো মরেনোর।

এখন সময় বলবে রেকর্ডটি আরো সমৃদ্ধ করতে পারেন কিনা আর্জেন্টাইন এ ফুটবল জাদুকর।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়