ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বর্ণবৈষম্যের শিকার হয়ে মাঠ ছাড়লেন ফুটবলার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৬, ১৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বর্ণবৈষম্যের শিকার হয়ে মাঠ ছাড়লেন ফুটবলার

আধুনিক বিশ্ব এগিয়ে যাচ্ছে দ্রুতগতিতে। তবুও সভ্য এ সমাজে এখনো বর্ণবৈষম্যের মতো নিম্ন মানসিকতার ঘটনা ঘটে যাচ্ছে হরহামেশাই। ফুটবল মাঠে খেলোয়াড়রা এখনো শিকার হচ্ছে বর্ণবাদী আচরণের। তারই জের ধরে এবার মাঠ ছেড়ে উঠে গেলেন এক ফুটবলার।

পর্তুগালের প্রিমেইরা লিগের ম্যাচে ঘটে এমন ঘটনা। ঘরের মাঠে খেলতে নামে পোর্তো। আতিথেয়তা দেয় ভিতোরিয়াকে। ম্যাচটিতে স্বাগতিক দল ২-১ গোলে জয়লাভ করে। ম্যাচটিতে ৫৯ মিনিট পর্যন্ত ১-১ গোলে ড্র থাকে। এরপরে ৬০ মিনিটের মাথায় পোর্তোর পক্ষে জয়সূচক গোল করেন মারেগা মুসা।

এর ৯ মিনিট পরে ঘরের মাঠের দর্শকরা বর্ণবাদী আচরণ করে জয়সূচক গোল করা মুসার প্রতি। আর এতেই ক্ষেপে যান ২৮ বছর বয়সী এ ফুটবলার। মাঠেই ক্ষোভ প্রকাশ করতে থাকেন। মরার উপর খাঁড়ার ঘা হয়ে আসে রেফারির হলুদ কার্ড। মেজাজ হারিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে থাকেন মুসা।

দুই দলের খেলোয়াড়রা বুঝাতে চেষ্টা করেন তাকে। যোগ দেন কোচও। কিন্তু ১১ নম্বর জার্সিধারী মুসাকে শান্ত করতে পারেননি কেউ। তাই বাধ্য হয়ে যেতে দেন তাকে। তখনই মাঠ ছাড়েন মুসা। যওয়ার আগে ঘরের মাঠের দর্শকের নীচু করে বৃদ্ধাঙ্গুলি ও মধ্যাঙ্গুল দেখান তিনি।

পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ক্ষোভ জানিয়ে লিখেন, ‘যারা মাঠে এসে বর্ণবৈষম্যমূলক আচরণ করে তারা অপদার্থ।’ পোর্তো বস সার্জিও কনসিয়েরো ম্যাচ শেষে বলেন, ‘জাতীয়তা, চামড়া ও চুলের রঙ বাদ দিয়ে আমরা সবাই একটা পরিবার। আমরা মানুষ। আমরা সম্মান আশা করি। মাঠে যা ঘটেছে, এটা মেনে নেয়ার মতো নয়।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়