ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জিম্বাবুয়ের বিপক্ষে উপভোগের মন্ত্র বিশ্বকাপ জয়ী ৬ ক্রিকেটারের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৭, ১৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিম্বাবুয়ের বিপক্ষে উপভোগের মন্ত্র বিশ্বকাপ জয়ী ৬ ক্রিকেটারের

যুব বিশ্বকাপজয়ী ৬ ক্রিকেটারকে কি কঠিন পরীক্ষায় ফেললেন বিসিবির নির্বাচকরা?

বিশ্বকাপ জিতে দেশে এসেছেন সপ্তাহও পেরোয়নি। কিন্তু তাদের হাতে আবার উঠতে যাচ্ছে ব্যাট-বল। জিম্বাবুয়ের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন বিশ্বকাপ জয়ী ৬ ক্রিকেটার। আগামীকাল থেকে বিকেএসপিতে শুরু হচ্ছে তাদের দুদিনের ম্যাচ। যুবাদের ম্যাচ খেলানোর ব্যাখ্যায় জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার বলেছিলেন, ‘ওরা খেলার ভেতরেই ছিল। যেহেতু প্রস্তুতি ম্যাচ, আমরা ওদের একটু দেখতেই পারি।’

বিশ্বকাপের আগে দীর্ঘ দেড় মাসের ক্যাম্প। এরপর বিশ্বকাপের প্রায় এক মাসের সফর মিলিয়ে যুবাদের কঠিন সময় গেছে। হুট করেই তাদেরকে নেওয়া হয়েছে বিসিবি একাদশে। লাল বলে দুদিনের ম্যাচ খেলতে প্রয়োজন দৃঢ়চেতা মানসিকতা ও কঠিন মনোবল।

পাশাপাশি ফিটনেসের বিষয়টিও তো আছে। সব হিসেব মিলিয়ে তাদেরকে দলে টানা হয়নি। কিন্তু এসব নিয়ে ভাবতেই নারাজ বিসিবি একাদশে ডাক পাওয়া ক্রিকেটাররা। বড়দের ক্রিকেটে সুযোগ এসেছে, সেই সুযোগটি লুফে নিতে মুখিয়ে প্রত্যেকে। 

বিশ্বকাপের সেমিফাইনালে সেঞ্চুরি পাওয়া মাহমুদুল হাসান জয় বলেছেন, ‘এগুলো আমি মাথায় নিচ্ছি না। বাড়তি কোন চিন্তা নেই।’ শাহাদাত হোসেন বলেছেন, ‘নিজের মতো করে খেলতে পারলেই হয়ে যাবে। বাড়তি কিছু ভাবতে চাই না। ’

৬ ক্রিকেটারের মধ্যে শুধুমাত্র শরীফুল ইসলামের লাল বলে খেলার অভিজ্ঞতা রয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ নিয়ে তার ভাষ্য, ‘কিছুদিন খেলার বাইরে ছিলাম, তারপরও মানসিকতা ভালো আছে। আশা করি কোন সমস্যা হবে না। ওরা আগে ব্যাটিং করলে অবশ্যই তাদেরকে কম রান অলআউট করার চেষ্টা করবো।’

অধিনায়ক আকববের কন্ঠে বেশ আত্মবিশ্বাসী সুর, ‘জিম্বাবুয়ে অনেক অভিজ্ঞ। আমার কাছে এই ম্যাচকে চাপ মনে হয় না। বরং মনে হয় এটা আমাদের জন্য ভালো সুযোগ।’ দুই ওপেনার তামিম ও ইমনের মুখেও একই সুর। তামিম বলেছেন, ‘সবার নজর আমাদের দিকে থাকবে। সেই চাপটা আমরা নিতে চাই না। কিছুই হয়নি মনে করেই আমরা ম্যাচটি খেলবো।’ বিশ্বমঞ্চে ৪৭ রানের নজরকাড়া ইনিংস উপহার দেওয়া ইমন বলেছেন, ‘কোনো চাপ নেই। বড়দের সঙ্গে ক্রিকেট খেলবো এটাই তো বড় কথা।’

যুব ক্রিকেট পেরিয়ে নতুন জীবনে পা রাখতে যাচ্ছেন ক্রিকেটাররা। সামনেই তাদের নিয়ে শুরু হবে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ তাদের জন্য বড় পরীক্ষাই বটে!


ঢাকা/ইয়াসিন/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়