ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কক্সবাজার থেকে ফিরেই ক্যাম্পে মুশফিক-মুস্তাফিজরা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০০, ১৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কক্সবাজার থেকে ফিরেই ক্যাম্পে মুশফিক-মুস্তাফিজরা

ঘরের মাঠে জিম্বাবুয়ে বধের মিশন শুরু হচ্ছে আজ থেকে।

দুপুর দেড়টায় ক্যাম্পে যোগ দেবেন জাতীয় দলের ক্রিকেটাররা। এর আগে ব্যক্তিগতভাবে অন্যান্য ক্রিকেটাররা অনুশীলন করলেও আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে জাতীয় দলের অনুশীলন।

বিসিএলের শেষ রাউন্ড খেলা আট ক্রিকেটার সকাল সাড়ে নয়টার ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় ফিরেছেন। দুপুরে দলের সঙ্গে যোগ দেবেন মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, ইয়াসির আলী রাব্বী, নাঈম হাসান, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান ও হাসান মাহমুদ।

তামিম ইকবাল ও মুমিনুল হক নিজ উদ্যোগে আগেই অনুশীলন শুরু করেছেন। তাদের অনুশীলনের পাশেই ছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। মিথুন ব্যাটিং শুরু না করলেও রানিং, জগিং ও জিম সেশন চালিয়েছেন। আজ থেকে শুরু হবে তাদের ছক কাটা অনুশীলন।

২২ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলায় শুরু হবে সফরকারীদের বিপক্ষে একমাত্র টেস্ট।

১৬ সদস্যের বাংলাদেশ দল :

মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল খান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মো. মিথুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহী, নাঈম হাসান, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও ইয়াসির আলী চৌধুরী।

 

ঢাকা/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়