ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

টানা তিন বছর খেলে সিদ্ধান্ত নেবেন কোহলি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৭, ১৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টানা তিন বছর খেলে সিদ্ধান্ত নেবেন কোহলি

সময়ের সেরা ক্রিকেটার বিরাট কোহলি। তিন ফরম্যাটেই দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন। ছোটাচ্ছেন রানের ফল্গুধারা। গেল আট বছর ধরে তাকে বছরের ৩৬৫ দিনের মধ্যে ৩০০ দিনই খেলতে হচ্ছে। বয়স এখন ৩১। তাইতো উৎসুক অনেকেই জানতে চান দুই-এক ফরম্যাট থেকে কবে থামবেন কোহলি? এমন প্রশ্ন শুনতে হয়েছে আজ বুধবার ওয়েলিংটনে। কোহলি অবশ্য ইঙ্গিত দিয়েছেন একটি ফরম্যাট বাদ দেওয়ার। তার আগে টানা তিন বছর তিনি তিন ফরম্যাটেই খেলে যেতে চান। পরবর্তী তিন বছরে টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ রয়েছে।

কোহলি বলেছেন, ‘আমার দৃষ্টি অবশ্য সুদূরে। আমি নিজেকে পরবর্তী তিন বছর টানা খেলে যাওয়ার জন্য প্রস্তুত করছি। তিন বছর পর হয়তো আমাদের ভিন্ন বিষয় নিয়ে কথা বলতে হতে পারে। যদিও এই বিষয়টি নিয়ে প্রশ্ন আসতেই পারে। এটা লুকিয়ে রাখার মতো কিছু নয়। প্রায় আট বছর ধরে আমি বছরের ৩৬৫ দিনের মধ্যে ৩০০ দিন খেলছি। অবশ্য এটার মধ্যে ভ্রমণ ও অনুশীলও রয়েছে। আঁটসাঁট সূচির চাপ তো আছেই। এটা শরীর ও মনে প্রভাব ফেলে। তবে পরবর্তী তিন বছর আমি এসব বিষয়ে নিয়ে কথা বলতে চাই না। বয়স যখন ৩৪-৩৫ হবে তখন ভিন্ন বিষয়।’

চলতি বছর ৩১ এ পা দিবেন বিরাট কোহলি। তিনি জানিয়েছেন এই বয়সে সবাই চায় নির্দিষ্ট ফরম্যাটে ফোকাস করতে। কোহলিও চান, ‘এমন নয় যে খেলোয়াড়রা এসব বিষয় নিয়ে ভাবছে না। সে কারণেই আমরা ব্যক্তিগত ছুটিগুলো নিয়ে থাকি। কখনো কখনো আঁটসাঁট সূচির কারণে নেওয়া যায় না। বিশেষ করে যেসব ক্রিকেটাররা তিন ফরম্যাটেই খেলে। আর অধিনায়ক হলে তো কথাই নেই। আমি জানি পরবর্তী তিন বছরে দলে আমার অবদান কতোটা প্রয়োজন।’


ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়