ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মাশরাফিকে পথ দেখিয়ে দিল বিসিবি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৮, ১৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাশরাফিকে পথ দেখিয়ে দিল বিসিবি

‘মাশরাফি খেলতে চাইলে খেলতে পারে কিন্তু আমি এখন অধিনায়কত্ব নিয়ে উদ্বিগ্ন।’

‘এক মাসের মধ্যে মাশরাফির অধিনায়কত্ব নিয়ে পরিষ্কার সিদ্ধান্ত দিতে পারব।’

দুই প্রশ্নের জবাবে বিসিবি প্রধানের প্রায় একই উত্তর বলে দিচ্ছে, ওয়ানডে অধিনায়কত্বে পরিবর্তন চাচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপের পর থেকে সিরিজ বাই সিরিজ অধিনায়কত্ব দিয়ে আসছে বিসিবি। 

শ্রীলঙ্কা সিরিজে মাশরাফিকে অধিনায়ক করা হয়েছিল। তবে ইনজুরির কারণে সফর থেকে ছিটকে যান মাশরাফি। এবার জিম্বাবুয়ে সফরেও তার কাঁধে অধিনায়কের দায়িত্ব দিতে চায় বোর্ড। কিন্তু এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে কি মাশরাফি অধিনায়ক থাকবেন?

বোর্ড প্রধানের সরাসরি উত্তর, ‘পাকিস্তান সফরের আগেই সিদ্ধান্ত হয়ে যাবে।’

মূলত ২০২৩ বিশ্বকাপকে লক্ষ্য করে বোর্ড নতুন নেতৃত্ব ও দল গোছাতে চাইছে। অধিনায়কত্বের পরিকল্পনায় মাশরাফি নেই তা বিসিবি প্রধানের কথায় স্পষ্ট। তাইতো রাখঢাক না রেখেই বলেছেন, ‘খুব শীঘ্রই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সামনে যে বিশ্বকাপ আছে হঠাৎ করে আগ মুহূর্তে আমরা নতুন কোনো অধিনায়ক নিয়োগ করবো না। বিশ্বকাপের জন্য আমরা দল ও অধিনায়ক দুই বছর আগেই করে ফেলব। আমার হাতে খুব বেশি সময় নেই। খুব শীঘ্রই এ সিদ্ধান্ত নিতে হবে। এ সিরিজ পর্যন্ত আমরা অপেক্ষা করবো এরপর সিদ্ধান্ত নেব।’

বোর্ড সরাসরি শুধু অধিয়নায়কত্ব নিয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে। বাকি পথ মাশরাফি কিভাবে চলবেন সেই সিদ্ধান্ত তার কোর্টে। অটোমেটিক চয়েজ হিসেবে আর বিবেচিত হবে না তাও নিশ্চিত।

‘আমরা যদি নতুন অধিনায়ক ঘোষণা করি এবং মাশরাফি যদি নিজের পারফরম্যান্সে দলে ঢুকতে পারে তাহলে ঢুকবে। এটা কারো জন্যই তো বাধা নয়। কিন্তু অধিনায়কের বিষয়টা আমরা মাসখানেকের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেব।’- নাজমুল হাসান।

শুধু তাই নয়, ফিটনেস পরীক্ষায় পাশ করে মাশরাফিকে দলে জায়গা পেতে হবে। কথায় কথায় নাজমুল হাসান জানালেন এমনটাই, ‘মাশরাফির ব্যাপারটা আগের থেকে পরিবর্তন হচ্ছে। আগে বিপ টেস্ট পাশ করার ব্যাপার ছিল না। এখন এটা চালু করেছি। স্বাভাবিকভাবেই মাশরাফি বিপ টেস্ট পাশ নাও করতে পারে! বিপ টেস্টে পাশ না করতে পারলে তাকে বাদ দিতে হবে। জাতীয় দলে আসতে হলে যা যা ক্রাইটেরিয়া আছে সেগুলো ফুলফিল করতে হবে।’

তবে বাংলাদেশ ক্রিকেটের বর্তমান সাফল্য ও অবস্থানের জন্য মাশরাফিকে পুরো কৃতিত্ব দিতে দ্বিধা করেননি বোর্ড প্রধান, ‘মাশরাফির মতো অধিনায়ক কিন্তু এখনও আমাদের কাছে নেই। এটাই সত্য। বাংলাদেশ ক্রিকেট আজ যে জায়গায় এসেছে সেখানে মাশরাফির অবদান অস্বীকার করার উপায় নেই। ওর নেতৃত্ব ছিল গুরুত্বপূর্ণ।’


ঢাকা/ইয়াসিন/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়