ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভাবটা এমন যে জিম্বাবুয়ের বিপক্ষে জিতেই গেছি!

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৯, ১৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভাবটা এমন যে জিম্বাবুয়ের বিপক্ষে জিতেই গেছি!

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশকে সর্তক হয়ে খেলার পরামর্শ বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের।

মাঠে বাংলাদেশ জাতীয় দলের সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না। দলগত সাফল্য নেই। নেই ব্যক্তিগত কোনো অর্জনও। এমন সময়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলায় বাড়তি সতর্কতার প্রয়োজন। র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলের বিপক্ষে খেলা সব সময়ই কঠিন। সাফল্যে বড় প্রাপ্তি নেই। কিন্তু ব্যর্থতায় যোগ হয় ভরাডুবি। কিন্তু দলের ‘হাব-ভাবে’ খুব একটা সন্তুষ্ট নন বিসিবি প্রধান। সাথে যোগ হয়েছে গণমাধ্যমের বাড়তি উচ্ছ্বাস!

অনেকেই মনে করছেন, জিম্বাবুয়ের বিপক্ষে সহজেই জিতবে বাংলাদেশ! কিন্তু উল্টো ফল হতে পারে তা মনে করিয়ে দিয়েছেন নাজমুল হাসান পাপন। 

‘কদিন থেকে মিডিয়ায় যা দেখছি, যদি তা সত্যি হয়ে থাকে…এমন ভাব হচ্ছে, জিম্বাবুয়ের সঙ্গে জিতে আবার জানি আমরা কি হয়ে যাব! আরে জিতি আগে। ভাবটা এমন যে জিম্বাবুয়ের বিপক্ষে জিতেই গেছি। যে খেলা দেখছি, তাতে করে জিতে গেছি বলে আমার মনের মধ্যে কোন আশা আমি দেখতে পাচ্ছি না।’

বিসিবি প্রধানের মতে, জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ভালো করতে না পারলে দেশের ক্রিকেটে ‘বিপর্যয়’ নেমে আসবে।

‘দেশের মাটিতে সবচেয়ে খারাপ পারফরম্যান্স…আফগানিস্তানের সঙ্গে হারাটা। আফগানিস্তানের সঙ্গে যদি হারতে পারি, তাহলে জিম্বাবুয়ের সঙ্গেও হারতে পারি। জিম্বাবুয়ে শক্ত প্রতিপক্ষ। ওদেরকে হালকাভাবে নিলে বিপর্যয় নেমে আসবে।’

ব্যক্তিগত পারফরম্যান্স নয়, ছেলেদের থেকে দলগত পারফরম্যান্স পেতে মুখিয়ে নাজমুল হাসান।

‘সব ভুলে গিয়ে সম্পূর্ণ নতুন মাইন্ডসেট নিয়ে খেলতে হবে। সিনিয়রদের দায়িত্ব নিতে হবে, দলগত চেষ্টা থাকতে হবে। পৃথিবীর যত শক্তিশালী দল আসুক বাংলাদেশে এসে জেতা অসম্ভব, কঠিন। আমাদের জেতার সম্ভাবনাই বেশি। আমি একা কি করলাম, ফিফটি করলাম না কি করলাম তাতে কিছু যায় আসে না। দলগত প্রচেষ্টা লাগবে। মুমিনুল তো লাজুক। আমি তামিম, মুশফিক ওদের বলেছি পুরোপুরি তোমাদের যুক্ত হতে হবে।’


ঢাকা/ইয়াসিন/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়