ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

স্বপ্ন পূরণের পর শঙ্কায় সাইফ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ২০ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বপ্ন পূরণের পর শঙ্কায় সাইফ

সাইফ হাসান। লংগার ভার্সনের দুর্দান্ত ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত হেসেছে তার ব্যাট। কিন্তু সেটিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারেননি। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে হয়েছিল তার অভিষেক। প্রথম ইনিংসে ডাক মারার লজ্জায় ডোবেন। দ্বিতীয় ইনিংসেও করতে পারেননি সুবিধা।

তবে একটি স্বপ্ন পূরণ হয়েছে তার। তামিম ইকবালের সঙ্গে টেস্টে ইনিংসের গোড়াপত্তন করার স্বপ্ন দেখেছিলেন। পাকিস্তানের বিপক্ষে সেই স্বপ্ন পূরণ হয়েছে। কিন্তু এখন শঙ্কায় আছেন তিনি। কারণ, যেহেতু অভিষেক টেস্টে নিজেকে প্রমাণ করতে পারেনি। তার উপর তামিম ইকবালের উদ্বোধনী সঙ্গী নিয়মিত পরিবর্তন হয়। যদিও বিষয়টি নিয়ে ভাবছেন না সাইফ। জিম্বাবুয়ের বিপক্ষে সুযোগ পেলে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন।

সাইফ বলেছেন, ‘ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল তামিম ভাইয়ের সঙ্গে ওপেন করব। সেই স্বপ্ন পূরণ হয়েছে। এখন সুযোগ পেলে ইনিংস যত লম্বা করা সম্ভব করতে হবে। যদি ভালো খেলি সে সুযোগ বেশি থাকবে। আসলে যেখানেই খেলেন না কেন যদি ২-৩ ম্যাচ খারাপ করেন আপনাকে কিন্তু ড্রপ দেওয়া হয়। আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি পারফরম্যান্স ম্যাটার করে। ভালো খেললে জায়গাটা হবে। খারাপ খেললে বেরিয়ে যেতে হবে।’

টেস্ট ক্রিকেট নিয়ে নিজের উপলব্ধিটা তিনি বর্ণনা করেছেন এভাবে, ‘আমি জানতাম এতোটা সহজ হবে না। কিন্তু এই লেভেলে আসার জন্যই সব কিছু করা। চেষ্টা করব সামনের ম্যাচে যদি সুযোগ আসে ভালো খেলার। আসলে আমরা যেভাবে খেলে আসছি ঘরোয়া ক্রিকেটে সেদিক থেকে চিন্তা করলে অত সহজ না। আমাদের মানসিকভাবে তৈরি হতে হবে। প্রস্তুতি ভালো হচ্ছে জাতীয় দলের। সুযোগ পেলে রান বড় করতে হবে।’

অভিষেক টেস্টে তার পারফরম্যান্সের বিষয়ে বলেছেন, ‘প্রথম ইনিংসে নাভার্স ছিলাম। পরে দ্বিতীয় ইনিংসে কোনো সমস্যা হয়নি। সবাই খুব হেল্পফুল ছিল। দ্বিতীয় ইনিংস ভালো লাগছিল। দূর্ভাগ্য বলটা নিচু হয়েছিল। আরেকটু ফোকাস থাকলে হয়তো বলটা ম্যানেজ করতে পারতাম কোনোভাবে। আরও ফোকাস লেভেল বাড়াতে হবে। মনোযোগ বাড়াতে হবে।’

পাকিস্তান টেস্ট অতীত। লক্ষ্য এবার জিম্বাবুয়ের বিপক্ষের টেস্ট। যেটি শনিবার থেকে শুরু হচ্ছে। নিজেদের প্রস্তুতির বিষয়ে টপ অর্ডার এই ব্যাটসম্যান বলেছেন, ‘প্রস্তুতি আমারদের খুব ভালো। দুই দিন ধরে আমরা অনুশীলন করছি। এর আগেও সবাই যার যার মতো প্রস্তুত হচ্ছি। যে যেখানে খেলতে গিয়েছিল যার যার মতো প্রস্তুত হচ্ছে। আশা করি ভালো কিছু হবে।’

জিম্বাবুয়েকে অবশ্য খাটো করে দেখছেন না তিনি, ‘আসলে কোনো দলকেই ছোট করে নেওয়ার কিছু নেই । যদি আমরা প্রক্রিয়ায় ঠিক থাকি বেশ ভালো কিছু হবে। শেষ টেস্ট হারের পর আমরা সবাই বসেছিলাম। ওখানে আমরা সবাই নতুন করে শুরু করার চেষ্টা করছি। পরিকল্পনা করার চেষ্টা করছি কিভাবে আরও ভালো করা যায়। ছোট ছোট জিনিস থেকে আমরা শুরু করতে যাচ্ছি। আশা করি সামনের টেস্ট থেকে এটা শুরু হবে। ভালো একটা ফল সামনে পেতে থাকব আশা করি।’


ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়