ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

অনন্য এক রেকর্ড গড়লেন রস টেলর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪২, ২১ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অনন্য এক রেকর্ড গড়লেন রস টেলর

ক্রিকেট ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই ১০০ ম্যাচ খেলার অনন্য এক রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রস টেলর। খুলেছেন নতুন একটি এলিট ক্লাব। যেখানে প্রথম এবং একমাত্র সদস্য তিনি।

অবশ্য নিউজিল্যান্ডের হয়ে অনেক আগেই ১০০ ওয়ানডে খেলেছেন। সম্প্রতি টি-টোয়েন্টিও খেলেছেন ১০০টি। আজ শুক্রবার সকালে ভারতের বিপক্ষে খেলতে নামেন ক্যারিয়ারের শততম টেস্ট। এর মধ্য দিয়ে ৩৬ বছর বয়সী টেলর নতুন রেকর্ড গড়লেন। একমাত্র ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই ১০০ ম্যাচ খেলার রেকর্ড গড়েন।

গেল ১৪ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন টেলর। তিন ফরম্যাটে ম্যাচ খেলেছেন ৪৩০টি। রান করেছেন ১৭ হাজার ৬৫৩টি। ২০০৬ সালের মার্চে ওয়ানডে অভিষেক হয় তার। এ পর্যন্ত তিনি ২৩১টি ওয়ানডে খেলেছেন। ২০০৬ সালের ডিসেম্বরে টি-টোয়েন্টিতে তার অভিষেক হয়। নিউজিল্যান্ডের হয়ে এ পর্যন্ত খেলেছেন ১০০টি ম্যাচ। ২০০৭ সালের নভেম্বরে হয় টেস্ট অভিষেক। এ পর্যন্ত খেলেছেন ১০০ টেস্ট।


ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়