ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত ম্যাচে আসবেন কোহলি!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৮, ২২ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত ম্যাচে আসবেন কোহলি!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিশাল আয়োজনের পরিকল্পনা নিয়েছে বিসিবি।

এর মধ্যে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের কথা চলছে। যেখানে পাঁচ ভারতীয় ক্রিকেটার আসার কথা রয়েছে। তবে কে কে আসবে সেটি এখনও নিশ্চিত নয়। বিসিবি থেকে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনির মতো তারকাদের পেতে চিঠি দিয়েছে বিসিসিআই বরাবর।

তবে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস তাদের এক খবরে বলেছে, এশিয়া একাদশের হয়ে খেলবেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি, শিখর ধাওয়ান, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব।

তবে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি নিশ্চিত করেননি বিষয়টি। এখনো খেলোয়াড় চূড়ান্ত হয়নি বলে কারো নাম বলতেও অপারগতা দেখান তিনি। গণমাধ্যমকে বলেন, ‘ক্রিকেটারদের সঙ্গে চূড়ান্ত না হলে আমরা কারও নামই প্রকাশ করতে পারব না। তারা (হিন্দুস্তান টাইমস) হয়তো তাদের দায়িত্বে বলছে। আমাদের রেফারেন্সে কিছু বলেনি।’

তবে কারো কথা অস্বীকারও করেননি প্রধান নির্বাহী। তিনি জানান পুরো বিষয়টি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে এগুচ্ছে, ‘আমাদের একটা প্রক্রিয়া আছে। আরও সময় লাগবে। প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না। আমরা এখন কারো কথা বললাম। পরে সেটা না হলে বিষয়টি ঠিক হবে না।’

এর কারণ ব্যাখ্যা করে নিজাম উদ্দিন চৌধুরি আরো যোগ করেন, ‘একটি খেলোয়াড় দেখা গেল নিশ্চিত হয়ে পরে চোট পেল। আবার এরকম তো অনেকে নিশ্চিত করেছে। এর মধ্যে আবার দুই একজন বাদও পড়ে যাচ্ছে।’

এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার এই ম্যাচ দুটি ১৮ ও ২১ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানা যায়।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়