ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

জিম্বাবুয়ের কোচ-অধিনায়কের কন্ঠে লড়াইয়ের আভাস

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২০, ২২ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিম্বাবুয়ের কোচ-অধিনায়কের কন্ঠে লড়াইয়ের আভাস

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এর আগে গতকাল সংবাদ সম্মেলনে কথা বলেছেন জিম্বাবুয়ে দলের অধিনায়ক ক্রেইগ আরভিন ও কোচ লালচাঁদ রাজপুত।

কোচ ও অধিনায়ক দুজনের কণ্ঠে একটি ভালো লড়াইয়ের প্রত্যয় ছিল। ঘরের মাঠে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ হলেও সদ্য খেলে আসা শ্রীলঙ্কা সিরিজ থেকে অনুপ্রেরণা পাচ্ছে জিম্বাবুয়ে।

অধিনায়ক ক্রেইগ আরভিন বলেছেন, ‘ঘরের মাঠে তারা শক্ত প্রতিপক্ষ। তবে সাম্প্রতিক সময়ে টেস্টে ভালো রেকর্ড নেই বাংলাদেশের। অপরদিকে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ভালো একটা সিরিজ কাটিয়েছি। সেখানে দুটি ম্যাচই পঞ্চম দিনে গেছে। আমরা ভালোও খেলেছি। সে সিরিজ থেকে পাওয়া মোমেন্টাম আমরা এখানে কাজে লাগাতে চাই। আশা করি ভালো লড়াই হবে।’

এদিকে কোচ রাজপুত বলেছেন, ‘আমি নিশ্চিত ম্যাচটিতে প্রতিদ্বন্দ্বিতা হবে। আরভিনের মতো বলছি, ঘরের মাঠে তারা শক্তিশালী। তবে আমরা ভালো প্রস্তুতি নিয়ে এসেছি। জিততে এসেছি।’ তবে নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামসকে দল মিস করবে জানিয়ে কোচ আরো যোগ করেন, ‘সে আমাদের দলের প্রধান খেলোয়াড়। আমাদের অধিনায়ক। দলের সেরা অলরাউন্ডারও সে। আমরা তাকে সব বিভাগে মিস করব।’

এদিকে দুদলের সর্বশেষ সিরিজে ২০১৮ সালে সিলেটে জয় পেয়েছে জিম্বাবুয়ে। তবে এটি এখন অতীত হয়ে গেছে বলে মনে করেন রাজপুত। এবার স্পিন আক্রমণে তাদের ঘায়েল করতে চাইবে স্বাগতিকরা। এমনটাই মনে করেন কোচ রাজপুত। তবে তার জন্য প্রস্তুতিও নিয়েছেন বলে জানান জিম্বাবুইয়ান কোচ।

‘আমরা শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ভালো ম্যাচ খেলে এসেছি। তাদেরও স্পিন আক্রমণ শক্ত ছিল। আমরা তাদের বিপক্ষে ভালো খেলেছি। আমরা জানি বাংলাদেশ হয়ত স্পিন ফ্রেন্ডলি উইকেট বানাবে। আমরা তার জন্য প্রস্তুত হয়ে এসেছি।’

এ ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। তবে তাতে খুব একটা ব্যথিত নয় জিম্বাবুয়ে। বরং তারা আরো বেশি টেস্ট খেলার সুযোগ পেতে চায় জানিয়ে আরভিন বলেছেন, ‘আমরা বছরজুড়ে খুব একটা টেস্ট ম্যাচ খেলতে পারিনি। তাই যে কোনো টেস্ট ম্যাচ খেলতে পারার সুযোগ আমাদের জন্য আনন্দের। আমাদের তরুণ খেলোয়াড়দের উঠিয়ে আনতে হবে। আবার শক্ত হয়ে ফিরে আসতে হবে। এটাই এখন প্রধান লক্ষ্য। এটার জন্য আমাদের অনেক টেস্ট ম্যাচ খেলতে হবে।’

 

ঢাকা/কামরুল/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়