ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পাকিস্তানের নাগরিকত্ব পাচ্ছেন ড্যারেন স্যামি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪০, ২২ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাকিস্তানের নাগরিকত্ব পাচ্ছেন ড্যারেন স্যামি

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ড্যারেন স্যামিকে সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত করার পাশাপাশি সাম্মানিক নাগরিকত্ব দিতে যাচ্ছে পাকিস্তান। আগামী মাসে দেশটির রাষ্ট্রপতি ড. আরিফ আলভি নাগরিকত্ব ও পুরস্কার তুলে দেবেন। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর ক্ষেত্রে স্যামির যে অবদান সে কারণেই তাকে পুরস্কৃত করা হচ্ছে। প্রথম কোনো ক্রিকেটার হিসেবে এমন সম্মান পেতে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিয়ান এই ক্রিকেটার।

পাকিস্তান ক্রিকেট বোর্ড এক টুইটার বার্তায় জানিয়েছে, ‘পাকিস্তানের রাষ্ট্রপতি ড. আরিফ আলভি আগামী ২৩ মার্চ ড্যারেন স্যামির হাতে সাম্মানিক নাগরিকত্ব ও সর্বোচ্চ বেসামরিক পুরস্কার তুলে দেবেন। পাকিস্তান ক্রিকেটে অবদান রাখার জন্য এ সম্মান দেওয়া হচ্ছে তাকে।’

পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলেছেন এ ক্যারিবীয় ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিটির মালিক জাভেদ আফ্রিদি স্যামিকে এমন পুরস্কার দিতে প্রথমে প্রস্তাব তোলেন। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি এহসান মানিকে বিষয়টি নিয়ে অনুরোধ করেন।

আফ্রিদি জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘স্যামি প্রথম ক্রিকেটার যে পাকিস্তানে এসে খেলতে হ্যাঁ বলেছেন। সে পাকিস্তানে সবচেয়ে জনপ্রিয় বিদেশি ক্রিকেটার।’ 

তিনি আরো বলেছেন, ‘স্যামি যখন পাকিস্তান ক্রিকেটকে সমর্থন ও সহায়তা করেছিল, তখন তিনি নাগরিকত্ব পাওয়ার জন্য করেননি। কিন্তু পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার ক্ষেত্রে তিনি যে অবদান রেখেছেন সেটার স্বীকৃতি হিসেবেই আমরা তাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছি। এই বিষয়টি পাকিস্তান ক্রিকেটকে সমর্থন জানাতে যারা যারা উৎসহী ছিলেন তাদের সকলকে অনুপ্রাণিত করবে।’ 

 

ঢাকা/আমিনুল/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়