ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

‘এখনো কেউ চূড়ান্ত নয়’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ২২ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘এখনো কেউ চূড়ান্ত নয়’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিশাল আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরে এ উপলক্ষে আয়োজন করা হচ্ছে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার ম্যাচ।

ম্যাচটিতে ক্রিকেটারদের পাওয়ার জন্য বিভিন্ন ক্রিকেট বোর্ডের কাছে চিঠি পাঠিয়েছে বিসিবি। এশিয়া একাদশে খেলার জন্য ছয়জন ভারতীয় ক্রিকেটারের নাম প্রস্তাব করে বিসিসিআইয়ের কাছে চিঠি দিয়েছে। সেখানে বিরাট কোহলি, শিখর ধাওয়ান থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনির মতো তারকারা আছেন। তবে কে কে আসবেন সেটি এখনো নিশ্চিত নয় বলে জানান ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি।

গতকাল হিন্দুস্তান টাইমসের এক খবরে বলা হয় কোহলি আসতে পারেন ম্যাচটি খেলতে। তবে সে বিষয়ে সবুজ সংকেত দেয়নি সৌরভ। বিসিসিআই সভাপতি বলেন, ‘আমরা খেলার সময়সূচি ও ক্রিকেটারদের প্রাপ্যতার দিকে নজর দিচ্ছি। এর উপর আমরা খেলোয়াড়দের নাম চূড়ান্ত করবো। এ বিষয় নিয়ে এখনো আলোচনা চলছে। এখনো কেউ চূড়ান্ত নয়।’

মিরপুরে ম্যাচ দুটি ১৮ ও ২১ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানা যায়। এ ম্যাচটি নিছক প্রীতি ম্যাচ হবে না বলে জানায় সৌরভ। ম্যাচ দুটিই আন্তর্জাতিক মানের মর্যাদা পাবে জানিয়ে সৌরভ বলেন, ‘দুটি ম্যাচই আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা পাবে।’

 

ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়