ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘নাগরিকত্বের জন্য আমি এসব করিনি’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ২২ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘নাগরিকত্বের জন্য আমি এসব করিনি’

ড্যারেন স্যামি, ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক। ক্লায়েভ লয়েডের উইন্ডিজ দলের পর দেশটিকে গর্ব এনে দিয়েছেন স্যামি।

তবে এখন থেকে তিনি কেবল ক্যারিবীয়দের নন, পাকিস্তানেরও। আগামী ২৩ মার্চ তাকে সাম্মানিক নাগরিকত্ব দিতে যাচ্ছে পাকিস্তানের রাষ্ট্রপতি। এছাড়াও বেসামরিক পুরস্কারেও ভূষিত করবেন স্যামিকে। কারণ পাকিস্তানে খেলা ফেরানোর ক্ষেত্রে তার ভূমিকা ছিল অপরিসীম।

তবে এসব কিছু নাগরিকত্ব পেতে করেননি স্যামি। পাকিস্তানের প্রতি নিখাঁদ ভালোবাসা, দেশটির সমর্থকদের আবেগের সঙ্গে জড়িত হয়ে এমনটি করেছেন স্যামি। তিনি বলেন, ‘পাকিস্তানের প্রতি আমার ভালোবাসা নিখাঁদ। এ দেশের জন্য আমি যা করেছি সব ভালোবাসা থেকে করেছি, নিঃস্বার্থভাবে।’

পাকিস্তানের প্রতি ভালোবাসা প্রমাণের জন্য নাগরিকত্বের প্রয়োজন ছিল না জানিয়ে বলেন, ‘এ দেশের প্রতি ভালোবাসা প্রমাণের জন্য পাসপোর্ট আমার প্রয়োজন নেই।’

তবে একা সব কৃতিত্ব নিতে রাজি নন এ ক্রিকেটার। তিনি বলেন, ‘আমি ছাড়াও আরো যে সকল খেলোয়াড় এ দেশে খেলা ফিরিয়ে আনতে সহায়তা করেছে সবার কৃতিত্ব এটি। তাদের সমর্থনে আজ এ অবস্থা হয়েছে।’

পাকিস্তানে খেলা ফেরায় খুশি স্যামি। এ নিয়ে সাবেক উইন্ডিজ ক্রিকেটার বলেন, ‘এটা ভালো যে, এখন এটি স্বীকৃতি পেয়েছে। তবে আমি এটা আমার জন্য করিনি। এটা করেছি এ দেশের মানুষের জন্য। যারা আমাকে ভালোবাসে।’

স্যামিকে এমন পুরস্কার পেতে প্রথম প্রস্তাব করেন পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি। স্যামি শুরু থেকে এ দলের হয়ে পিএসএলে খেলেছে। এবছরও দলটির অধিনায়ক হিসেবে আছেন ড্যারেন স্যামি।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়