ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জিম্বাবুয়েকে বেশিদূর যেতে দেননি রাহী, তাইজুল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৪, ২৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিম্বাবুয়েকে বেশিদূর যেতে দেননি রাহী, তাইজুল

আগের দিনের ২২৮ রানের সঙ্গে আজ ৩৭ রান যোগ করে শেষ ৪ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে।

সব মিলিয়ে মিরপুর শের-ই-বাংলায় অতিথিদের রান ২৬৫। দ্বিতীয় দিন দুটি করে উইকেট পেয়েছেন রাহী ও তাইজুল। 

পেসার জায়েদ আজও শুরুর দুই ওভারে কোনো রান দেননি। ভালো বোলিংয়ের ধারাবাহিকতায় চতুর্থ ওভারে পেয়ে যান সাফল্য। দারুণ সুইং বোলিংয়ে সাজঘরের পথ দেখান ত্রিপানোকে। এক ওভার পর তার ভেতরে ঢোকানো বলে এলবিডব্লিউ এনদোভু। 

আগের দিন উইকেশূন্য থাকা তাইজুল হতাশা আজ বাড়েনি। চার্লটন টিসুমাকে সোজা বলে এলবিডব্লিউ করে বাঁহাতি স্পিনার পান প্রথম সাফল্য। দ্বিতীয় দিনে ১৫ মিনিটের ব্যবধানে ১৭ রান ব্যয়ে ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। কিন্তু শেষ উইকেটে জিম্বাবুয়ে স্বস্তি পায়। চাকাবা ও নায়ুচির ৪৩ বলে ২০ রানের জুটি বাংলাদেশের মাথা ব্যথার কারণ হয়ে উঠছিল। 

রাহী ৪ উইকেট নিয়ে পাঁচের অপেক্ষায় ছিলেন। নাঈম আগের দিনই তো পেয়েছিলেন ৪টি। ২২ গজে হাত ঘুরিয়েছেন নাঈমও। কিন্তু নাঈম, রাহী কেউই পাননি পাঁচের স্বাদ।

শেষমেশ তাইজুল পকেটে পুরেন জিম্বাবুয়ের শেষ উইকেট। চাকাবা তাইজুলকে স্লগ সুইপ করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ তোলেন। হাতের মুঠোয় ক্যাচ জমাতে ভুল করেননি নাঈম। ইনিংসে এটি তার তৃতীয় ক্যাচ।

নাঈম ও রাহী দুজনই ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার। অন্যদিকে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন ১০৭ রানের ইনিংসে টপ পারফর্মার।

বোলাররা জিম্বাবুয়ের রান নাগালে রেখেছেন। এবার ব্যাটসম্যানদের পালা। তামিম, শান্ত, সাইফরা ভালো করলে মিরপুরে ভালো ফল পাবে বাংলাদেশ।

 

ঢাকা/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়