ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘এল ক্লাসিকো’র আগে বাজে সময় রিয়ালের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৫, ২৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘এল ক্লাসিকো’র আগে বাজে সময় রিয়ালের

চলতি লা লিগায় অসাধারণ ফর্মে উড়ছিল রিয়াল মাদ্রিদ। তবে তাদের মাটিতে নামলো লেভান্তে। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারায় লেভান্তে।

গত সপ্তাহ সেল্টা ভিগোর সঙ্গে ২-২ গোলে ড্রয়ের পরও পয়েন্ট তালিকার শীর্ষে ছিল রিয়াল। তবে গতকাল রাতে লেভোন্তের বিপক্ষে হারে নেমে গেলো তালিকার দ্বিতীয় স্থানে। সামনের সপ্তাহে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে মাঠে নামার আগে মৌসুমে নিজেদের সবচেয়ে বাজে সময় পার করছে কোচ জিনেদিন জিদানের দলটি।

১২৬ দিন পর হারের শিকার হলো রিয়াল। সর্বশেষ ১৯ অক্টোবর রিয়াল মায়ের্কোর কাছে ১-০ ব্যবধানে হারে দলটি। তবে এসব নিয়ে মোটেও ভাবছে না জিদান, ‘এজন্য আমার কোনো দুশ্চিন্তা নেই। ফুটবলে এমন হয়ে থাকে।’

টানা অপরাজিত থাকা রিয়াল ড্রয়ের পর হারলো। তবে এতে রিয়াল সমর্থকদের মন খারাপের কারণ দেখছেন না জিদান, ‘এ মৌসুমে আমরা দারুণ সময় পার করেছি। দুই ম্যাচে খারাপ ফলাফল দলের, সমর্থকদের মন খারাপের কারণ হতে পারে না।’

এল ক্লাসিকোর আগে নিজের দলকে উজ্জীবিত করতে রিয়াল বস জিদান বলেন, ‘আমরা নিজেদের সেরা সময় টেনে আনতে হবে। সে শক্তি, উৎসাহ ও উদ্দীপনা ফিরিয়ে আনতে হবে। এখন একটা বাজে সময় যাচ্ছে। তবে সামনের সপ্তাহে আমরা জয়ের জন্য নিজের সর্বস্ব দিবো।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়