ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

টেস্টে বাংলাদেশের সর্বাধিক রানের মালিক এখন মুশফিক

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ২৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টেস্টে বাংলাদেশের সর্বাধিক রানের মালিক এখন মুশফিক

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক এখন মুশফিকুর রহিম।

শীর্ষে উঠতে মুশফিক পেছনে ফেলেছেন তামিম ইকবালকে।

টেস্ট ক্রিকেটে তামিমের রান ৪৪০৫। তামিমের থেকে ১৯৫ রানে পিছিয়ে থেকে ২২ গজে নেমেছিলেন মুশফিকুর রহিম। ঝকঝকে ইনিংসে মুশফিক ছাড়িয়ে গিয়েছেন তামিমকে।

১৫২তম ওভারের চতুর্থ বলে মুশফিকের ব্যাট থেকে আসে এক রান। ওই সময়ে তার রান ছিল ১৯৫। আইনসলে এনদোভুর বল মিড উইকেটে পাঠিয়ে প্রান্ত বদলের সঙ্গে সঙ্গে মুশফিক উঠে যান চূঁড়ায়।  

২০০৫ সালে টেস্ট ক্রিকেট শুরু করা মুশফিক খেলছেন ক্যারিয়ারের ৭০তম টেস্ট। ১৩০ ইনিংসে মুশফিকের রান এখন ৪৪০৬। তামিমের টেস্ট ক্যারিয়ার শুরু হয় ২০০৮ সালে। ৬০ টেস্টে ১১৫ ইনিংসে তামিমের রান ৪৪০৫।

৩৮৬২ রান নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। তিন হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন আরও একজন। বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের অধিনায়ক হাবিবুল বাশার সুমন ৫০ টেস্টে রান করেছেন ৩০২৬।


ঢাকা/ইয়াসিন/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়