ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘চ্যাম্পিয়ন খেলোয়াড়রা চাপের মধ্যে কামব্যাক করে’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৪, ২৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘চ্যাম্পিয়ন খেলোয়াড়রা চাপের মধ্যে কামব্যাক করে’

দ্বিতীয় দিন অধিনায়ক হিসেবে প্রথম হাফ সেঞ্চুরি তুলে ৭৯ রানে অপরাজিত ছিলেন মুমিনুল হক।

সোমবার দিনের প্রথম ঘন্টায় ২১ রান যোগ করে মুমিনুল পৌঁছে যান সেঞ্চুরিতে। ক্যারিয়ারের নবম সেঞ্চুরি। বাংলাদেশের হয়ে টেস্টে যৌথ সর্বোচ্চ। তামিমেরও টেস্টে সেঞ্চুরি আছে নয়টি।

অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর হাসছিল না মুমিনুলের ব্যাট। বেশ চাপে ছিলেন এ ক্রিকেটার। সবশেষ ১৪ ইনিংসে ছিল না কোনো সেঞ্চুরি। অধিনায়ককে পারফর্ম করতে হয় সামনে থেকে। তার পারফরম্যান্সে উজ্জীবিত হয় দল। সেখানে মুমিনুল যাচ্ছিলেন ব্যাক গিয়ারে। সেখান থেকে দারুণভাবে ফিরে এসে মুমিনুল পেয়েছেন সেঞ্চুরি।

সেঞ্চুরির পর মুমিনুলের উদযাপন ছিল অনেকটাই সাদামাটা। বরং মুশফিকের উদযাপন ছিল চোখ ধাঁধানো। মুমিনুলের শটে বল বাউন্ডারি রোপ ছোঁয়ার আগেই মুশফিক হাত তুলে সতীর্থের সেঞ্চুরি উদযাপন করেন। মুমিনুলের উচ্ছ্বাস ছিল কম। মুশফিকের মুখের হাসি ছিল চওড়া। দিন শেষে মুমিনুলের ইনিংসের প্রশংসাও ঝরল ডাবল সেঞ্চুরি হাঁকানো মুশফিকের কন্ঠে।

‘আমি মনে করি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান মুমিনুল। হয়তো দেশে ও দেশের বাইরে তার পারফরম্যান্সে কিছু পার্থক্য আছে। তারপরও টেস্টে ক্রিকেট বাংলাদেশের সেরা ব্যাটসম্যান সেই।’

চাপের মধ্যে থেকে মুমিনুলের ১৩২ রানের ইনিংসকে মুশফিক দেখছেন ভিন্ন চোখে।

‘আমি মনে করি সে চ্যাম্পিয়ন খেলোয়াড়। আর চ্যাম্পিয়ন খেলোয়াড়রা তখনই কামব্যাক করে যখন তারা চাপে থাকে। আমি মনে করি ভবিষ্যতে সে আরও ভালো করবে। এতো চাপের মধ্য থেকে এমন খেলতে পারলে, সবার সহযোগিতা পেলে সে আরও ভালো খেলতে পারবে সামনে।’

টেস্ট ক্রিকেটে মুমিনুলের নয়টি সেঞ্চুরিই এসেছে দেশের মাটিতে। দেশের বাইরে তার পরফরম্যান্স ঠিক মুমিনুলসুলভ না, বিবর্ণ। মুশফিকের বিশ্বাস, মুমিনুল দেশের মতো বাইরেও রানের ফুলঝুরি ছোটাবেন। পাশাপাশি মুমিনুলের নেতৃত্বগুণ নিয়েও প্রশংসা করেছেন মুশফিক।

‘তাকে সময় দিতে হবে। সেই সঠিক মানুষ টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার জন্য। এটা আমি মনে করি। কেননা তার ব্যক্তিত্ব...যত ছোটই হোক সে দারুণ, এটা আমি অনুভব করি।’


ঢাকা/ইয়াসিন/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়