ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাংলাদেশের জয়ে বাধ সাধতে পারে বৃষ্টি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৭, ২৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশের জয়ে বাধ সাধতে পারে বৃষ্টি

জয় দেখছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ১১৪ রান তুলতেই জিম্বাবুয়ে হারিয়ে বসেছে ৫ উইকেট। ইনিংস ব্যবধানে হার এড়াতে এখনো তাদের প্রয়োজন ১৮১ রান।

কিন্তু বাংলাদেশের জয়কে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। সকাল থেকেই মিরপুরের আকাশের মুখ ভার। কুয়াশাচ্ছন্ন আবহাওয়া। দুপুরের পর রয়েছে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা।

অ্যাকুয়া ওয়েদারের রিপোর্ট অনুযায়ী মিরপুরে দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। শুধু আজকে দিনে নয়। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিবাগত রাতেও। রাত ১১টা থেকে ১টা পর্যন্ত রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের রোববার জানিয়েছিল, পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে ৭২ ঘণ্টা পর আবহাওয়ার অবস্থা পরিবর্তন হতে পারে।

দেখা যাক শেষ পর্যন্ত কার জয় হয়। বাংলাদেশ, নাকি বৃষ্টির।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়