ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনা ভাইরাস নয় নাপোলিকে নিয়ে ভাবছে বার্সা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ২৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা ভাইরাস নয় নাপোলিকে নিয়ে ভাবছে বার্সা

চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে বার্সেলোনা এখন ইতালিতে। আজ রাত ২টায় নাপোলির বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে কাতালান ক্লাবটি।

তবে নাপোলির বিপক্ষে ম্যাচের আগেই পরীক্ষার মুখে পড়েন বার্সেলোনার খেলোয়াড়সহ স্টাফরা। করোনা ভাইরাসে আক্রান্ত আছেন কিনা খেলার জন্য আসা বার্সেলোনার কেউ সেজন্য পরীক্ষা দিতে হয় তাদের। কারণ সম্প্রতি ইতালিতে আক্রমণ করেছে করোনা ভাইরাস। দেশটির উত্তরাঞ্চলে ইতিমধ্যে প্রায় ১৫০ জন রুগিকে চিহ্নিত করা হয়েছে। তবে করোনা ভাইরাস নিয়ে মোটেই চিন্তিত নন বার্সা শিবির। এমনটাই জানিয়েছেন দলটির কোচ কিকে সেতিয়েন,

‘খেলোয়াড়দের জন্য এটা ছিল কেবল জ্বরের পরীক্ষা। (করোনা ভাইরাস ইস্যুতে) আমার দল নিয়ে আমি মোটেও চিন্তিত নই। বরং যারা এ রোগে আক্রান্ত, তাদের নিয়ে চিন্তিত। তাদের প্রতি আমি সহমর্মিতা প্রকাশ করছি। আশা করি দ্রুততার সঙ্গে এর সমাধান করা যাবে। তবে এটা এমন রোগ, যা যে কারো হতে পারে।’ করোনা ভাইরাস উত্তরাঞ্চলে আক্রমণ করেছে। আর বার্সেলোনা আজ নাপোলির বিপক্ষে দক্ষিণাঞ্চলে সাও পাওলোতে খেলতে নামবে।

এদিকে করোনা ভাইরাস নয় বরং নাপোলিকে নিয়ে সতর্ক বার্সেলোনা। এমনটাই বলেন সেতিয়েন। তিনি মনে করেন ইতালিতে লড়াইটা হবে সমানে সমান। নাপোলি দল হিসেবে শক্তিশালী। আর শেষ ষোলোতে নিজেদের উজাড় করে জিততে চাইবে দল এমনটাই মনে করেন সেতিয়েন, ‘আমরা ধরে নিচ্ছি, নাপোলি তাদের সেরা খেলা খেলবে। কারণ এ ধরনের ম্যাচে দলগুলো নিজেদের সবটুকু দিয়ে লড়ে। তাই দুই দলের জন্যই ম্যাচটা কঠিন হবে। সমানে সমান লড়াই হবে ‘

নাপোলির বড় দলের বিপক্ষে জয়ের রেকর্ড আছে। তারা কি করতে পারে এ নিয়ে বার্সেলোনা পরিষ্কার ধারণা আছে জানিয়ে সেতিয়েন আরো যোগ করেন, ‘তাদের কী করার সামর্থ্য আছে, তা আমরা আগে দেখেছি। বড় বড় দলের বিপক্ষে তাদের জয় আছে। আমি বিশ্বাস করি তারা দারুণ ফুটবল খেলবে।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়