ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আল-আমিনকে বড় শাস্তি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৬, ২৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আল-আমিনকে বড় শাস্তি

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল ভালো কাটেনি দক্ষিণাঞ্চলের পেসার আল-আমিন হোসেনের।

দল বড় জয় পেয়ে চ্যাম্পিয়ন হলেও ডানহাতি অভিজ্ঞ এ পেসার দুই ইনিংস মিলিয়ে উইকেট পেয়েছেন মাত্র একটি। মাঠে বাজে সময় কাটানোর পর এবার শাস্তিও জুটল এ পেসারের কপালে। অখেলোয়াড়সুলভ আচরণের জন্য ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে দক্ষিণাঞ্চলের এ পেসারকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে,  ব্যাটসম্যানকে আউট করার পর অবমাননাকর ভাষা ব্যবহার ও অগ্রহণযোগ্য শারীরিক অঙ্গভঙ্গি প্রদর্শন করেছিলেন আল-আমিন। এ কারণে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। তাকে ১ (২.৫) ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে।

বিসিএলের ফাইনালের চতুর্থ ইনিংসে পূর্বাঞ্চলের ওপেনার মোহাম্মদ আশরাফুলের উইকেটটি পেয়েছিলেন আল-আমিন। দুই ইনিংস মিলিয়ে মোট ২২ ওভার বোলিং করে ৬৯ রান খরচায় ওই এক উইকেট পেয়েছিলেন জাতীয় দলের পেসার। পূর্বাঞ্চলকে ১০৫ রানে হারিয়ে বিসিএলের হ্যাটট্রিক শিরোপা জিতেছে দক্ষিণাঞ্চল।


ঢাকা/এসএইচএস/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়