ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডাক পেলেন মহারাজ, বাদ পড়লেন ডু প্লেসিস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ২৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডাক পেলেন মহারাজ, বাদ পড়লেন ডু প্লেসিস

সবশেষ ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডে খেলেছিলেন কেশব মহারাজ। এরপর ইমরান তাহিরের দাপটে তিনি আর ওয়ানডে দলে ডাক পাননি। প্রায় দুই বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সুযোগ পেয়েছেন তিনি। তবে বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ ফাপ ডু প্লেসিসকে। কোচ মার্ক বাউচার বিষয়টিকে ঠিক ‘বাদ’ দেওয়া বলতে চাননি। তিনি জানিয়েছেন তাদের ভবিষ্যত পরিকল্পনায় আছেন প্রাক্তন অধিনায়ক। ডু প্লেসিসের পাশাপাশি ব্যাটসম্যান রাসি ফন দের ডুসেন ও অলরাউন্ডার ডোয়াইনি প্রিটোরিয়াসকেও বিশ্রাম দেওয়া হয়েছে।

১৫ সদস্যের দলে এসেছেন পেসার লুথো সাইপামলা, উদ্বোধনী ব্যাটসম্যান ইয়ানেমান মালান ও ব্যাক-আপ উইকেটরক্ষক কাইল ভেরেনি। দলকে নেতৃত্ব দিবেন কুইন্টন ডি কক।

শনিবার থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। চলবে ৭ মার্চ পর্যন্ত।

দক্ষিণ আফ্রিকা দল

কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, ডেভিড মিলার, কাগিসু রাবাদা, আন্দিলে ফেলুকাওয়ে, তাবরেজ শামসি, লুঙ্গি এনগিদি, বিউরান হেনড্রিকস, হেইনরিচ ক্লাসেন, ইয়ানেমান মালান, জন-জন স্মুটস, অ্যানরিচ নর্টডে, লুথো সাইপামলা, কেশব মহারাজ ও কাইল ভেরেনি।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়