ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অস্ট্রেলিয়ার চোখে চোখ রেখে লড়ুক বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৯, ২৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ট্রেলিয়ার চোখে চোখ রেখে লড়ুক বাংলাদেশ

বাংলাদেশ নারী ক্রিকেট দল এবার বিশ্বকাপের মঞ্চে গিয়েছে সাফল্যের আশায়। প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ হারলেও জয়ের মানসিকতা ছিল একদম শেষ পর্যন্ত।

আজ ক্যানবেরার মানুকা ওভাল মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশি নারীরা। দুই দলের মধ্যকার এটি প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।

জয়-পরাজয়ের ভাবনায় না গিয়ে টাইগার নারীদের এ ম্যাচে উপভোগের মন্ত্রে খেলা উচিত। টি-টোয়েন্টিতে নিজেদের দিনে যে কোনো দল জিততে পারে। সে মন্ত্রে বিশ্বাস রেখে নিজেদের প্রক্রিয়া ও প্রয়োগে নির্ভুল থাকতে পারলে সাফল্য ধরা দিতেই পারে বাংলাদেশ শিবিরে।

বিশ্বকাপে ভারতের বিপক্ষে দুই দলের পারফরম্যান্স থেকে অনুপ্রেরণা নিতে পারে বাংলাদেশ। অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১৫ রানে গুটিয়ে যায়। ম্যাচে ভারতীয় স্পিনারদের বিপক্ষে নড়বড়ে দেখা যায় অজি ব্যাটিং ইউনিটকে। স্পিনার পুনম যাদব মাত্র ১৮ রান দিয়ে তুলে নেয় অজি চার ব্যাটারকে।

এমনকি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও অস্ট্রেলিয়ার ব্যাটাররা শুরুতে উইকেট হারিয়ে বসে। বাংলাদেশ তাই অজিদের স্পিনে ঘায়েল করার পরিকল্পনা করতেই পারে। এছাড়াও জাহানারা বা পান্না ঘোষ নিয়ন্ত্রিত বোলিংয়ে বিপাকে ফেলতে পারে অজিদের।

তবে শুধু বোলিং নয় ব্যাটিংয়ে নজর দিতে হবে বাংলাদেশি ব্যাটারদের। প্রথম ম্যাচে দলের সেরা ব্যাটার রুমানাকে নিচে নামানো বা দলের স্লগে রান বাড়ানোর লক্ষ্য করে জাহানারাকে আরেকটু উপরে উঠানোর পরিকল্পনায় তালগোল পাকিয়ে ফেলে বাংলাদেশ। এদিকে নজর রাখতে হবে বাংলাদেশের। উপরের দিকে মুর্শিদা, নিগাররা উইকেট ধরে ভিত গড়ে দিলে ফাহিমা, জাহানারা বা রুমানারা কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে পারবে।

আগের তিন আসরের বাংলাদেশের সঙ্গে এবারের দলটির ফারাক অনেক। এ দল হারার আগে হারে না বলে জানান দলটির অধিনায়ক সালমা খাতুন। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারের ক্ষত, অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে সারিয়ে দিক এমনটাই প্রত্যাশা বাংলাদেশ সমর্থকদের। আর সে লক্ষ্য অর্জনে অস্ট্রেলিয়ার চোখে চোখ রেখে লড়ুক বাংলাদেশ।



ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়