ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

দিল্লির সহিংসতা ছুঁয়েছে ক্রিকেটারদের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২০, ২৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দিল্লির সহিংসতা ছুঁয়েছে ক্রিকেটারদের

জ্বলছে ভারতের রাজধানী দিল্লি। পুড়ছে মানুষ। বাড়ছে মৃতের সংখ্যা। আর এতে উদ্বিগ্নতা ছড়িয়ে পড়েছে ভারতজুড়ে। এমন সহিংসতা ছুঁয়ে গেছে সে দেশের ক্রিকেটারদেরও।

দেশের রাজধানীর এমন অবস্থা নিয়ে মুখ খুলেছেন বিরেন্দ্র শেবাগ থেকে শুরু করে যুবরাজ সিং, হরভাজন সিংরাও।

বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে সমর্থক ও বিরোধীদের মধ্যে চলছে এ সংঘর্ষ। রোববার থেকে শুরু হওয়া এই সংঘর্ষে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জন। আর আহতের সংখ্যা ছাড়িয়েছে ২০০ এরও বেশি। মূলত, ভারতে বসবাস করা বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের অবৈধ অনুপ্রবেশকারীকে নাগরিকত্ব দিতে চাইছে না নরেন্দ্র মোদির বিজেপি। বরং অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার অনুমতি দেয় তারা। আর এ নিয়ে যত গন্ডগোল।
 


এ অবস্থায় নিজেদের মধ্যে সংঘর্ষে না জড়াতে অনুরোধ করেছেন হরভজন সিং। নিজেদের মধ্যে কেন সংঘর্ষে জড়িয়েছো, এমন প্রশ্ন তুলেছেন এ অফস্পিনার, ‘নিজেরা নিজেদের মানুষকে কেন মারছ তোমরা?’

এদিকে এ বিষয়টিকে দুর্ভাগ্যজনক আখ্যা দেন শেবাগ। সবাইকে মাথা ঠান্ডা রাখার আহবান জানিয়ে বলেন, ‘এটি আমাদের জন্য দুর্ভাগ্যজনক। এই মুহূর্তে সংঘর্ষে না জড়িয়ে সবাই মাথা ঠান্ডা রাখুন।’

এদিকে টুইটারে বিষয়টিকে মন ভেঙ্গে দেওয়ার মতো ঘটনা আখ্যা করে সঠিক পদক্ষেপের অপেক্ষায় আছেন বলে জানান যুবরাজ সিং, ‘দিল্লিতে যা ঘটছে তা আমার মন ভেঙে দিয়েছে। এ পরিস্থিতিতে সবাইকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ করছি। আশা করছি কর্তৃপক্ষ পরিস্থিতি সামলাতে সঠিক পদক্ষেপ হাতে নেবে। আমরা সবাই মানুষ। আমাদের উচিত সবাইকে ভালোবাসা ও শ্রদ্ধা করা।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়