ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এবারের ঢাকা লিগও বঙ্গবন্ধুর নামে

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ২৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবারের ঢাকা লিগও বঙ্গবন্ধুর নামে

নতুনভাবে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ।

থাকছে না বিদেশি ক্রিকেটার। লিগের শুরুতে হবে ঢাকার বাইরে। খেলোয়াড়দের দাবির মুখে আয়োজকরা বাদ দিয়েছে প্লেয়ার্স ড্রাফট। সব কিছু মিলিয়ে ঢাকা লিগ শুরু হচ্ছে নতুন মোড়কে। পাশাপাশি নামকরণও করা হয়েছে এই টুর্নামেন্টের।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে সামনে রেখে এবারের ঢাকা লিগের নাম ‘বঙ্গবন্ধু ডিপিএল।’

ঢাকা লিগের পরবর্তী তিন আসরের জন্য স্পন্সর খুঁজছে বিসিবি। এরই মধ্যে দরপত্র আহ্বান করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ৭ মার্চ পর্যন্ত দরপত্র গ্রহণ করবে বিসিবি।

১২ দল নিয়ে ঢাকা লিগ শুরু হবে ১৫ মার্চ থেকে। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জৌলুসপূর্ণ ও মর্যাদার আসর ঢাকা লিগের প্রথম তিন রাউন্ড হবে ঢাকার বাইরে। প্রথম তিন রাউন্ডের খেলা হবে কক্সবাজারের দুটি মাঠ ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। 

চতুর্থ রাউন্ড থেকে বিকেএসপি, মিরপুর ও ফতুল্লায় ম্যাচ আয়োজন করবে আয়োজকরা। ২৭ এপ্রিলের ভেতরেই শেষ হবে লিগ পর্বের খেলা। দুদিন বিরতির পর সুপার লিগের খেলা শুরু হবে ৩০ এপ্রিল থেকে।  ৮ মে’র মধ্যেই লিগ শেষ হবে।

পয়েন্ট তালিকার সেরা ছয় দল নিয়ে এরপর অনুষ্ঠিত হবে প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি।


ঢাকা/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়