ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ধবলধোলাই সম্ভব : আফিফ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৩, ২৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ধবলধোলাই সম্ভব : আফিফ

টি-টোয়েন্টিতে তার অভিষেক হয়েছে বেশ আগে। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে। ইতিমধ্যে বাংলাদেশের হয়ে ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে তিনি পরীক্ষিত সৈনিক। অপেক্ষায় ছিলেন কবে ওয়ানডে দলে ডাক পাবেন। জিম্বাবুয়ের বিপক্ষে পেয়েছেন। তাই তার আশা পূরণ হয়েছে। এবার সুযোগ পেলে চেষ্টা করবেন ভালো কিছু করার। তিনি মনে করছেন নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারলে ওয়ানডেতে জিম্বাবুয়েকে ধবলধোলাই করা সম্ভব।

আফিফ বলেছেন, ‘অনেক দিন থেকেই রোমাঞ্চিত অনুভব করছিলাম। টি-টোয়েন্টি খেলছি, ওয়ানডেতে কবে ডাক পাব। আশাটা পূরণ হয়েছে। চেষ্টা করব দলের জন্য ভালো কিছু করার। সুযোগ হলে সেরা পারফরম্যান্স করার চেষ্টা করব। দল যেই পরিকল্পনা করবে, যেই দায়িত্ব আমাকে দেবে, সেই অনুযায়ী খেলার চেষ্টা করব। সুযোগ পেলে প্রতি ম্যাচ ধরে ধরে মনোযোগ দিয়ে খেলার চেষ্টা করব।’

জিম্বাবুয়েকে ধবলধোলাই করার প্রসঙ্গে তিনি বলেছেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে আমার মনে হয় সমস্যা হওয়ার কথা না। কারণ, সবাই অনুশীলনের মধ্যে আছে, খেলার মধ্যে আছে। আশা করি ভালো করতে পারবে। আমাদের সেরা ক্রিকেট খেললে অবশ্যই ধবলধোলাই সম্ভব।’

তার কাছে দল যেমনটা প্রত্যাশা করবে তেমনটাই দিতে তিনি প্রস্তুত। আর এ নিয়ে বাড়তি চাপ কাজ করছে না তার মধ্যে, ‘সেটা নির্ভর করে ব্যাটিং অর্ডারের ওপর। যদি উপরে ব্যাট করি তাহলে অবশ্যই সময় নিয়ে খেলা যাবে। নিচে খেললে দল যখন যেটা চাইবে সেই অনুযায়ী খেলব। বাড়তি চাপ কাজ করে না। আমাদের দল ভালো দল। মাশরাফি ভাইও ফিরছেন। সব মিলিয়ে আমাদের খেলা খেলতে পারলে ভালোই হবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১ মার্চ প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। একই মাঠে ৩ ও ৬ মার্চ বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।


ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়