ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘প্রিমিয়ার লিগে শিরোপার সঙ্গে মেডেলও দেয়!’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৫, ২৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘প্রিমিয়ার লিগে শিরোপার সঙ্গে মেডেলও দেয়!’

চলতি প্রিমিয়ার লিগে শিরোপা জেতার দৌড়ে এককভাবে এগিয়ে আছে লিভারপুল। অনেকটা ধরা-ছোঁয়ার বাইরে।

২৭ ম্যাচ শেষে ‘অলরেড’ খ্যাত লিভারপুলের পয়েন্ট ৭৯। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৫৭। লিগে প্রতিটি দলের ম্যাচ বাকি আর ১১টি। ইতিমধ্যে ২২ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে লিভারপুল।

শিরোপার সুবাস পাওয়া লিভারপুলের ‘সাদিও মানে’ বিবিসিতে নিজের ক্লাব ও প্রিমিয়ার লিগ নিয়ে সাক্ষাতকার দিয়েছে। যেখানে মজার এক তথ্য জানান মানে। প্রিমিয়ার লিগের শিরোপার সঙ্গে মেডেলও পাওয়া যায় এটি নাকি জানতেন না তিনি।

‘আমি গতকালই প্রথমবারের মতো শুনছি। যদি আমরা প্রিমিয়ার লিগের শিরোপা জিতি। তাহলে একটি করে মেডেলও দেওয়া হবে। আমি এটা জানতামই না।’-বলেন মানে।

তবে ব্যক্তিগত অর্জন নিয়ে ভাবছেন না সাদিও মানে। এবারের প্রিমিয়ার লিগে শিরোপা জেতা তার এবং দলের প্রধান লক্ষ্য। এমনটাই বলেন মানে,

‘আমরা জানি প্রিমিয়ার লিগ বিশ্বের সেরা লিগ। এখানে প্রতিটি ম্যাচ জেতার জন্য ১০০ ভাগ দিতে হয়। কোনো জয় সহজ নয়। আমরা সবসময় জয়ের জন্য চেষ্টা করি। আর এবারের মৌসুমের শুরু থেকে আমরা শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে গেছি। আমার কাছে ব্যক্তিগত অর্জন সবকিছু নয়। বরং যদি শিরোপা জিতি। তাহলে সেটি ক্লাব ও সমর্থকদের জন্য অসাধারণ হবে।’

১৯৯০ সালে প্রিমিয়ার লিগ চালু হওয়ার পর কখনো শিরোপা জেতা হয়নি লিভারপুলের।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়