ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইউরোপা লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ২৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইউরোপা লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত

ইউরোপা লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে গতকাল। আসরের অন্যতম ফেভারিট আর্সেনাল বাদ পড়েছে শেষ ৩২ থেকে।

শেষ ষোলোতে জায়গা করে নেওয়া দলগুলোর মধ্যকার ড্র অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার সন্ধ্যায়। সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত হয় ড্র। কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড পেয়েছে অস্ট্রিয়ান ক্লাব লাস্ককে।

এদিকে দ্বিতীয় লেগে আর্সেনালকে নাটকীয়ভাবে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছিল অলিম্পিয়াকস। শেষ ষোলোতে আরেক ইংলিশ প্রতিপক্ষ পেয়েছে এই গ্রিক ক্লাব। খেলতে হবে উলভসের বিপক্ষে।

অ্যান্তোনিও কন্তের ইন্টার মিলান মুখোমুখি হবে গেটাফের। ইউরোপা লিগের সবচেয়ে সফল দল সেভিয়া। রেকর্ড পাঁচবারের শিরোপাজয়ী স্প্যানিশ দলটির প্রতিপক্ষ এএস রোমা।

এদিকে ঝড়ের কারণে ফ্রাঙ্কফুর্ট-সালজবুর্গের মধ্যকার শেষ ৩২-র দ্বিতীয় লেগ পিছিয়ে গিয়েছিল। আজ রাতে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

১২ মার্চ শেষ ষোলোর প্রথম লেগ মাঠে গড়াবে। দ্বিতীয় লেগ হবে ঠিক এর এক সপ্তাহ পর। ২৭ মে পোল্যান্ডের জিড্যানস্কে হবে এবারের ইউরোপা লিগের ফাইনাল।

ইউরোপা লিগ শেষ ১৬ ড্র 

ইস্তাম্বুল বাসাকসেহির - কোপেনহেগেন

অলিম্পিয়াকোস - উলভস

রেঞ্জার্স - বায়ার লেভারকুজেন

ভলফসবার্গ - শাখতার দোনেস্ক

ইন্টার মিলান - গেটাফে

সেভিয়া - রোমা

ফ্রাঙ্কফুর্ট/সালজবুর্গ* - বাসেল

লাস্ক - ম্যানচেস্টার ইউনাইটেড


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়