ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জেমিসনের প্রথম পাঁচে অলআউট ভারত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৯, ২৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জেমিসনের প্রথম পাঁচে অলআউট ভারত

ভারতের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে অভিষেক হয়েছিল নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসনের। প্রথম টেস্টেই ৩৯ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। তবে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট শিকার করতে বেশি অপেক্ষা করতে হয়নি তাকে। ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনেই তিনি তুলে নিয়েছেন প্রথম পাঁচ। তাতে ৬৩ ওভারে ২৪২ রানে অলআউট হয়েছে ভারত।

জেমিসন তার শিকারে পরিণত করেন পৃথ্বি’শ, চেতেশ্বর পূজারা, রিশাব পন্ত, রবীন্দ্র জাদেজা ও উমেশ যাদবকে। ২টি করে উইকেট নিয়েছেন টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট। অপর উইকেটটি নিয়েছেন নেইল ওয়াগনার।

ব্যাট হাতে ভারতের হয়ে লড়াই করেছেন পৃথ্বি’শ, চেতেশ্বর পূজারা ও হানুমা বিহারি। শ ও পূজারা ৫৪টি করে রান করেন। আর বিহারি করেন ৫৫ রান। বাকিদের মধ্যে কেউ ১৬ রানের বেশি করতে পারেননি।

অধিনায়ক বিরাট কোহলির বাজে ফর্ম অব্যাহত রয়েছে। এই টেস্টেও তিনি মাত্র ৩ রান করে আউট হয়েছেন।

৪ উইকেট হারিয়ে ভারত ১৯৪ রান করেছিল। এরপর দলীয় সংগ্রহে ৪৮ রান যোগ করতেই বাকি ৬টি উইকেট হারায় তারা। ২ উইকেট হারিয়ে ৮৫ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিল সফরকারীরা। এরপর দ্বিতীয় সেশনে আরো ৩টি উইকেট হারায়। ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলে চা বিরতিতে যায়। বিরতি থেকে ফিরে ৯.২ ওভারেই বাকি ৫টি উইকেট হারায় তারা।

প্রথম টেস্টে ১০ উইকেটে হেরেছিল ভারত। যা ছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদের প্রথম হার।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়