ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বদলাতে চায় জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ২৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বদলাতে চায় জিম্বাবুয়ে

রোববার থেকে বাংলাদেশের বিপক্ষে শুরু হচ্ছে জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ। যেখানে শেভরনদের নেতৃত্ব দিবেন চামু চিবাবা। নতুন ফরম্যাট, নতুন অধিনায়ক। তাইতো বাংলাদেশের মাটিতে তাদের যে হারের রেকর্ড সেটা বদলাতে চায় তারা।

যেমনটা ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেছেন চিবাবা, ‘বাংলাদেশের মাটিতে আমাদের রেকর্ড ভালো নয়। কিন্তু আমরা সেটা বদলাতে চাই। এবার তাদের বিপক্ষে আমরা তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলব। আমার মনে হয় বদলানোর দারুণ সুযোগ আমাদের সামনে। টেস্টে আমরা হেরেছি। এবার কিন্তু ভিন্ন ফরম্যাট। আমি মনে করি এই ফরম্যাটটা আমাদের সঙ্গে বেশ যায়। আমরা ইতিবাচক ও আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই। আশা করছি আমরা দারুণ একটি সুযোগ তৈরি করতে পারব।’

গেল দশ বছরে বাংলাদেশের মাটিতে ওয়ানডেতে জয় না পাওয়া জিম্বাবুয়ে দলকে কিভাবে উজ্জীবিত করবেন চিবাবা? তিনি বলেছেন, ‘জিম্বাবুয়ে দলকে আগামীকাল নেতৃত্ব দিতে পারাটা আমাদের জন্য বিরাট সম্মানের। আমি খুবই উচ্ছ্বসিত। আমরা বাংলাদেশের মাটিতে ধারাবাহিকভাবে গেল কয়েক বছর ধরে খেলছি। যদিও এখানে আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারিনি এর আগে। তবে আমরা সেটা এবার বদলাতে চাই। ড্রেসিং রুমে আমরা আমাদের মানসিকতা বদলাতে চাই। আমরা নিজেদের মধ্যে এই আত্মবিশ্বাস আনতে চাই যে আমরাও এই কন্ডিশনে জেতার সামর্থ রাখি। আমাদের প্রস্তুতি ভালো।’

উভয় দলের তরুণ খেলোয়াড়দের নিয়ে চিবাবা বেশ উচ্ছ্বসিত, ‘বাংলাদেশের নতুন মুখ যারা তাদের আমি চিনিনা। এই পর্যায়ে তরুণ ও মেধাবী ক্রিকেটারদের সুযোগ পাওয়াটা সব সময়ই ভালো। আমি তাদের নিয়ে বেশ উচ্ছ্বসিত। আমাদের দলেও তরুণ খেলোয়াড়রা রয়েছে। তারা খুবই সম্ভাবনাময়, মেধাবী। আমি আমাদের ও বাংলাদেশের নতুন খেলোয়াড়দের শুভ কামনা জানাতে চাই। যখনই আপনি দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন সেটা কিন্তু দারুণ ব্যাপার।’

বাংলাদেশের স্পিন আক্রমণ সম্পর্কে জানা আছে জিম্বাবুয়ের। তাই তারা স্পিনের ব্যাপারে বেশ প্রস্তুতি নিয়ে রেখেছে। এখন দেখার বিষয় আগামীকাল বাংলাদেশের বিপক্ষে কতটুকু লড়াই উপহার দিতে পারে সফরকারীরা।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়