ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ওয়ানডে সর্বোচ্চ ব্যক্তিগত রান এখন লিটন দাসের

সিলেট থেকে ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ানডে সর্বোচ্চ ব্যক্তিগত রান এখন লিটন দাসের

তামিমকে ছাপিয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড এখন লিটন কুমার দাসের দখলে ।

সিলেটে শুক্রবার তামিমের ১৫৮ রান ছাপিয়ে যান লিটন। ১৫৪ রানে থাকতে সিকান্দার রাজাকে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কায় উড়িয়ে তামিমের রেকর্ড ছাপিয়ে যান। তখন ক্রিজেই ছিলেন তামিম। লিটনকে জড়িয়ে ধরে জানান অভিনন্দন।

এরপর ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে যান লিটন। চার-ছক্কার ফুলঝুরিতে মাঠ মাতিয়ে রাখেন। মনে হচ্ছিল আজ তার ডাবলও হয়ে যাবে। তামিম তো সেই প্রত্যাশাই করছিলেন। ৪১তম ওভারে কার্ল মুম্বার বল উড়াতে গিয়ে লং অনে ক্যাচ দেন লিটন।

ডানহাতি ব্যাটসম্যান যখন সাজঘরে ফেরেন তখন তার নামের পাশে ঝলঝল করছিল ১৭৬ রান। ১৪৩ বলে ১৬ চার ও ৮ ছক্কায় সাজান নিজের ইনিংস। স্ট্রাইক রেট ১২৩.০৭।

তামিমের সঙ্গে উদ্বোধনী জুটিতে ২৯২ রান করেছিলেন লিটন। বাংলাদেশের যেকোনো উইকেট জুটিতে এটি সর্বোচ্চ রান। পাশাপাশি সব মিলিয়ে এটি উদ্বোধনী জুটিতে তৃতীয় সর্বোচ্চ। 


সিলেট/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়