ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভারতের ওয়ানডে দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতের ওয়ানডে দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে ভারত। এই সিরিজকে সামনে রেখে আজ রোববার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।

উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ান, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও পেসার ভুবনেশ্বর কুমার তাদের নিজ নিজ ইনজুরি থেকে সেরে উঠেছেন। সে কারণে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে ডাক পেয়েছেন তারা।

তবে ইনজুরির কারণে সুযোগ হয়নি সহ-অধিনায়ক রোহিত শর্মার। তার স্থানে ব্যাট করবেন পৃথ্বি’শ। ১৫ জনের দলে জায়গা পেয়েছেন শুভাম গিলও। আশা করা হচ্ছে আইপিএলের আগে রোহিত পুরোপুরি সেরে উঠবেন।

১২ মার্চ ধর্মশালায় প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আপ্রিকা। ১৫ মার্চ দ্বিতীয় ওয়ানডে হবে লক্ষ্নৌতে। আর ১৮ মার্চ কলকাতায় হবে শেষ ওয়ানডেটি।

ভারতের ১৫ সদস্যের স্কোয়াড :

শিখর ধাওয়ান, পৃথ্বি’শ, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, মানিশ পান্ডে, শ্রেয়াস আয়ার, রিশাব পন্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ, নবদীপ সাইনি, কুলদীপ যাদব ও শুভাম গিল।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়