ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মাহমুদউল্লাহর কড়া বার্তা, আধিপত্য দেখিয়ে জিততে হবে

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৯, ১০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাহমুদউল্লাহর কড়া বার্তা, আধিপত্য দেখিয়ে জিততে হবে

বুধবার দ্বিতীয় টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের পূর্ণাঙ্গ সিরিজ।

চলতি সিরিজে জিম্বাবুয়েকে পাড়ার দল বানিয়ে ফেলেছে বাংলাদেশ। একমাত্র টেস্টে হারিয়েছে ইনিংস ব্যবধানে। তিন ওয়ানডের দুটিতে স্রেফ উড়িয়ে দিয়েছে অতিথিদের।যেটিতে জিম্বাবুয়ে লড়াই করেছিল সেটিতেও শেষ হাসি হেসেছে বাংলাদেশ। দুই ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটিতেও জিম্বাবুয়েকে হারিয়েছে ৪৮ রানে। সফরে দুই-একটি ব্যক্তিগত পারফরম্যান্স থাকলেও দলগত কোনো অর্জন নেই।

আধিপত্য দেখিয়ে জিম্বাবুয়েকে একের পর এক ম্যাচ হারিয়েছে বাংলাদেশ। শেষটাতেও একই পরিকল্পনা টাইগারদের। দ্বিতীয় টি-টোয়েন্টির আগে এমনটাই জানালেন দলের স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান,‘যেহেতু আমরা টেস্ট, ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টিতে খুব ডোমিনেট করে জিতেছি। কোন পাত্তাই দেইনি। সেক্ষেত্রে ওভাবেই খেলবো শেষ ম্যাচ।’

অধিনায়ক মাহমুদউল্লাহও দিয়েছেন একই বার্তা। মেহেদী হাসান শোনালেন সে কথা, ‘এখন থেকে যে সিরিজগুলো হবে আমরা এভাবে আধিপত্য বিস্তার করে খেলার চেষ্টা করবো, দলের সঙ্গে যোগ দেওয়ার পর থেকে সিনিয়রদের এমন আলোচনাই আমি শুনছি। রিয়াদ ভাই ইতিবাচক কথাবার্তাই বলছিল ড্রেসিং রুমে। সাহসী মানসিকতা, প্রাণবন্ত ক্রিকেট খেললে ইনশাআল্লাহ সামনের সিরিজ সবগুলো হয়তোবা ভালো হবে।’

চলতি সিরিজে নিচের সারির ব্যাটসম্যানরা ব্যাটিংয়ের সুযোগই পাচ্ছেন না। সুযোগ পেলে উড়িয়ে দেওয়ার ভাবনা প্রত্যেকের। তবে উপরের সারির ব্যাটসম্যানরা রানে পাচ্ছে তাতে বেশ খুশি মেহেদী হাসানরা। 

‘দলের জন্য ইতিবাচক দিক হলো, ব্যাটসম্যানরা যেই খেলছে রানের মধ্যে আছে। অনেকে ব্যাটিং অর্ডারে সুযোগও পাচ্ছে না। ওয়ানডে থেকেই দেখেন হয়তো এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছে। নিচের ব্যাটসম্যানরা একটুও সুযোগ পাচ্ছেনা। তারাও রান করার জন্য মুখিয়ে আছে।’

কথায় আছে ‘শেষ ভালো যার সব ভালো তার।’ জিম্বাবুয়ে সফরের শেষ ম্যাচটি জিতে প্রাপ্তির খাতা খুলতে চাইবে নিশ্চয়ই। বাংলাদেশ চায় না জিম্বাবুয়েকে সুযোগটি দিতে।

‘আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী নই। তাদেরকে ছোট করেও দেখছি না। জিম্বাবুয়ে হোক বা যে কেউই, টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোন সময় ছন্দ পরিবর্তন করতে পারে। সেক্ষেত্রে শেষ ম্যাচে আমাদের আরও বেশি সতর্ক ও মনোযোগী হয়ে খেলা উচিত। আমরা সেটাই করবো।’- বলেন মেহেদি।

 

ঢাকা/কামরুল/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়