ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনা আতঙ্কে বাতিল হলো ভারত-প্রোটিয়া সিরিজ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৮, ১৩ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা আতঙ্কে বাতিল হলো ভারত-প্রোটিয়া সিরিজ

ফুটবলের পর ক্রিকেটেও করোনাভাইরাসের কারণে খেলা এবং সিরিজ বাতিলের ঘটনা ঘটলো।

দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এখন ভারতের মাটিতে অবস্থান করছে। তবে করোনাভাইরাস আতঙ্কে বাতিল করা হলো সিরিজটি। এর আগে আজ শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজও একই কারণে বাতিল করা হয়।

আজ শুক্রবার পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৮১ জন। এর মধ্যে একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। এ সংখ্যা যাতে না বাড়ে তার জন্য বাইরের দেশ থেকে ভারতে খুব জরুরী প্রয়োজন ছাড়া ফ্লাইটও বাতিল করা হচ্ছে।

দুই দলের মধ্যকার ধর্মশালার প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। বাকি দুই ম্যাচ হওয়ার কথা ছিল লক্ষ্নৌ ও কলকাতাতে। ম্যাচ দুটি দর্শকশূন্য মাঠে গড়ানোর পরিকল্পনা করেছিল বিসিসিআই। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সিরিজ বাতিল করা হয়েছে। এদিকে ইংল্যান্ড-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ বাতিলের পাশাপাশি ইংলিশ ক্রিকেটারদের সাবধানে থাকতে বলেছে দলটির টিম ম্যানেজমেন্ট। এমনকি প্রয়োজন ছাড়া টিম হোটেল থেকে বেরুতেও নিষেধ করা হয়েছে।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়