ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মেসির জার্সি ও একজন মায়ের গল্প...

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৬, ১৩ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেসির জার্সি ও একজন মায়ের গল্প...

‘হ্যালো, এটা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের চায়না শাখা।’-ছোট এক বাক্যে ‘উ হু’ বুঝতে পারেন স্বপ্ন সত্যি হতে চলেছে তার।

উ হু, একজন চীনা নার্স। থাকেন চীনের হুনান প্রদেশে। সেখানকার জিয়াংগা হাসপাতালে কাজ করেন। তবে সম্প্রতি চীনের উহান প্রদেশে করোনাভাইরাস ধরা পড়ায় সেখানে দায়িত্ব পালন করতে যান। প্রতিদিনই অসংখ্য রুগিদের করোনা থেকে মুক্ত করার যুদ্ধ করে চলেন। এদিকে নিজেও থাকেন আতঙ্কে। কবে না জানি নিজেই এ মহামারিতে আক্রান্ত হয়ে পড়েন।

ঘরে যে তার ৮ বছরের সন্তান লু সু। ছেলেটাও মায়ের চিন্তায় চিন্তিত। প্রতিদিন মা’কে ভিডিও কল দিয়ে জানতে চাওয়া, ভালো আছে তো! প্রতি বেলা কাজের শেষে মা বেঁচে আছে তো! ছেলের কাছে সহসা যেতে না পারা উ হু ভাবেন, ছেলেকে কিভাবে খুশি করা যায়। সে থেকে ‘বিশ্ব নারী দিবসে’ একটি ছবি আপলোড করেন। যেখানে লেখা, ‘আমি বিশ্বাস করি মেসির একটি জার্সি আমার ছেলেকে উৎসাহিত করতে সহায়তা করবে। চায়না জাতীয় যুব দলে সুযোগ পেতে তাকে অনুপ্রেরণা যোগাবে।’ উ হুর ইচ্ছা, আর্জেন্টাইন তারকার একটি জার্সি তার ছেলেকে উপহার দেওয়া। কারণ তার ছেলে ফুটবল ও মেসির দারুণ ভক্ত।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও তার ইচ্ছা পূরণ করে। তাকে ফোন দিয়ে বলেন, ‘হ্যালো, এটি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের চায়না শাখা। আমরা আপনার ইচ্ছা সম্পর্কে জানার পর সিদ্ধান্ত নিয়েছি, মেসির পরিহিত ১০ নাম্বার জার্সি আপনার ছেলের জন্য উপহার দিবো। আমাদের স্টাফ আপনার কাছে এটি পৌঁছে দেবে। আমরা আশা করি, আপনার সন্তান তার আইডলের জার্সি পরে নিজের ভবিষ্যত রাঙানোর পথে এগিয়ে যাবে।’

নিজের স্বপ্ন, ইচ্ছা পূরণ হয়ে যাবে ভাবেননি উ হু, ‘আমি আশা করিনি এ ইচ্ছা পূরণ হয়ে যাবে। আমি আমার ছেলেকে অনুপ্রেরণা যোগাতে এটি বলেছি।’

মেসির জার্সি উপহারের পাশাপাশি আরো সুখবর পেয়েছেন ৮ বছরের লু সু। তার ক্লাব টেনগিয়ো স্পোর্টস তাকে বিনামূল্যে প্রশিক্ষণ দিবে। প্রয়োজনে তাকে স্পেনের উয়েফা লেভেল ‘এ’ সার্টিফাইড কোচ রদ্রিগো এনরিকের কাছে প্রশিক্ষণ পেতে পাঠাবে।

উ হু প্রতিদিন কঠিন যুদ্ধের মধ্যে থেকেও নিজের কাজ করে গেছেন মানবতার সেবায়। ছেলের জন্য চাওয়া ছোট ইচ্ছা পূরণ হয়েছে হয়ত এ পূণ্যের জন্যই। তাই ৮ বছরের লু সু’র প্রতি তার মায়ের চাওয়া, ‘কোনো বাধা তোমাকে আটকাতে পারবে না। যদি তুমি নিজের স্বপ্নের পেছনে ছোটো। তাই চেষ্টায় কোনো কমতি রেখো না।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়