ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অনিশ্চয়তার দোলাচলে বাংলাদেশের পাকিস্তান সফর

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৯, ১৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অনিশ্চয়তার দোলাচলে বাংলাদেশের পাকিস্তান সফর

আগামী মাসের প্রথম দিন করাচিতে একমাত্র ওয়ানডে হবে পাকিস্তান-বাংলাদেশের। চার দিন পর একই মাঠে দ্বিতীয় ও শেষ টেস্ট। কিন্তু করোনাভাইরাসের ধাক্কায় একের পর এক টুর্নামেন্ট বাতিল হওয়ায় শঙ্কা জেগেছে তৃতীয় দফায় বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে। ম্যাচ দুটি আদৌ হবে তো? বাংলাদেশ তৈরি, এখন তারা পাকিস্তানের সিদ্ধান্তের অপেক্ষায়।

মুজিব বর্ষ উপলক্ষে এ মাসে হওয়ার কথা ছিল বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের দুই ম্যাচের সিরিজ। করোনা আতঙ্কে সেটা স্থগিত রাখা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটেও পড়েছে এর প্রভাব। ইংল্যান্ড প্রস্তুতি ম্যাচ খেলার মাঝেই শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছে। অস্ট্রেলিয়ায় একটি ওয়ানডে খেলেই সিরিজ বাতিল করে দেশের বিমান ধরার অপেক্ষায় নিউজিল্যান্ড। বৃষ্টিতে পণ্ড হওয়া প্রথম ম্যাচ শেষে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজও হয়নি। ২৯ মার্চ শুরুর আগেই আইপিএল ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত।

বাংলাদেশ যেই পাকিস্তানে যাচ্ছে, সেখান থেকে ১৫ জন ইংলিশ ক্রিকেটার পিএসএলের গ্রুপ পর্বের খেলা শেষ না করে ফিরে গেছে। দেশে ফেরার জটিলতার আশঙ্কা তৈরি হয়েছিল জেসন রয়-মঈন আলীদের মনে। তবে অন্য দেশগুলোর মতো এত বেশি সংক্রমণ পাকিস্তানে না হলেও বাংলাদেশ সফর অনিশ্চয়তার দোলাচলে।

শনিবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) টাইটেল স্পন্সর হিসেবে ওয়ালটন গ্রুপের নাম ঘোষণার দিন এ নিয়ে কথা বলেছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। বিসিবির কর্মকর্তা বলেন, ‘পাকিস্তান আয়োজক, সিদ্ধান্তটা তারাই নেবে। তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি আমরা।’

পিএসএল থেকে বিদেশি ক্রিকেটারদের চলে যাওয়ার কথা উল্লেখ করে নিজামউদ্দিন বলেন, ‘তাদের ঘরোয়া টুর্নামেন্ট পিএসএল থেকে ৯-১০ জন বিদেশি ক্রিকেটার চলে গেছেন। আমরা পাকিস্তানের সিদ্ধান্ত জানার অপেক্ষায় আছি। আমরা তো সফরকারী দল, যে কোনো সময়ই সিদ্ধান্ত নিতে পারি। ভ্রমণের ব্যাপারে এখন প্রতিদিনই নতুন কিছু নির্দেশনা তৈরি হচ্ছে। কোথাও গেলে করণীয় কী সেটাও নতুন করে বলা হচ্ছে।’

করোনা নিয়ে উদ্বেগের কথা স্বীকার করেছেন এ কর্মকর্তা, ‘আমরা অবশ্যই এটা নিয়ে উদ্বিগ্ন এবং খুব কাছে থেকে এটা আমরা পর্যবেক্ষণে করছি। আমরা প্রত্যাশা করছি, পাকিস্তান ক্রিকেট বোর্ড খুব শিগগিরই তাদের সিদ্ধান্ত জানাবে।’


ঢাকা/ইয়াসিন/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়