ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পেছালো উয়েফা চ্যাম্পিয়নস ও ইউরোপা লিগের ফাইনাল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৬, ১৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পেছালো উয়েফা চ্যাম্পিয়নস ও ইউরোপা লিগের ফাইনাল

আজ মঙ্গলবার উয়েফার সদস্য দেশগুলো এক ভিডিও কনফারেন্সে জরুরি সভায় মিলিত হয়। সেখানে সিদ্ধান্ত হয় ২০২০ ইউরো এক বছর পিছিয়ে দেওয়ার। আরো সিদ্ধান্ত হয় উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও উয়েফা ইউরোপা লিগের ফাইনাল পিছিয়ে দেওয়ার।

আগের সূচি অনুযায়ী উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হওয়ার কথা ছিল ৩০ মে। আর ইউরোপা লিগের ফাইনাল হওয়ার কথা ছিল ২৭ মে। কিন্তু করোনাভাইরাস মহামারী আকার ধারন করায় পিছিয়ে দেওয়া হয়েছে দুটি ফাইনালই।

৩০ মে এর পরিবর্তে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হবে ২৭ জুন। আর ২৭ মে’র পরিবর্তে ইউরোপা লিগের ফাইনাল হবে ২৪ জুন।

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হবে তুরস্কের রাজধানী ইস্তানবুলে।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়